মার্ক 10:47 - কিতাবুল মোকাদ্দস47 সে যখন শুনতে পেল তিনি নাসরতীয় ঈসা, তখন চেঁচিয়ে বলতে লাগল, হে ঈসা, দাউদ-সন্তান, আমার প্রতি করুণা করুন। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ47 যখন সে শুনতে পেল, তিনি নাসরতের যীশু, সে চিৎকার করে বলতে লাগল, “দাউদ-সন্তান যীশু, আমার প্রতি কৃপা করুন।” অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)47 Násaratíya Jíshu upasthita áchen shuniyá se uccaissvare balite lágila, He Dáyúder Santán Jíshu, ámár prati dayá karun. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)47 সে শুনতে পেল যে ইনি নাসরতের যীসু, তখন সে চীৎকার করে বলতে লাগল, হে যীশু, দাউদ কুলতিলক, আমায় দয়া করুন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)47 সে যখন শুনিতে পাইল, তিনি নাসরতীয় যীশু, তখন চেঁচাইয়া বলিতে লাগিল, হে যীশু, দায়ূদ-সন্তান, আমার প্রতি দয়া করুন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল47 সে যখন শুনতে পেল যে উনি নাসরতীয় যীশু, তখন চেঁচিয়ে বলতে লাগল, “হে যীশু, দায়ূদের পুত্র, আমার প্রতি দয়া করুন।” অধ্যায় দেখুন |