মার্ক 10:27 - কিতাবুল মোকাদ্দস27 ঈসা তাঁদের প্রতি দৃষ্টিপাত করে বললেন, এটা মানুষের পক্ষে অসম্ভব বটে, কিন্তু আল্লাহ্র পক্ষে অসম্ভব নয়, কারণ আল্লাহ্র পক্ষে সকলই সম্ভব। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ27 যীশু তাদের দিকে তাকিয়ে বললেন, “মানুষের পক্ষে এ অসম্ভব, কিন্তু ঈশ্বরের কাছে নয়। ঈশ্বরের পক্ষে সবকিছুই সম্ভব।” অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)27 Jíshu táháder prati abalokan káriyá kahilen, Táhá manushyer asádhya baṭe, kintu Íshvarer asádhya nay, jehetuk Íshvarer sakali sádhya. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)27 যীশু তাঁদের দিকে তাকিয়ে বললেন, মানুষের পক্ষে এ কাজ সাধ্যের অতীত কিন্তু ঈশ্বরের পক্ষে নয়। ঈশ্বরের পক্ষে সবকিছুই সম্ভব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)27 যীশু তাঁহাদের প্রতি দৃষ্টি করিয়া কহিলেন, ইহা মনুষ্যের অসাধ্য বটে, কিন্তু ঈশ্বরের অসাধ্য নয়, কারণ ঈশ্বরের সকলই সাধ্য। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল27 তখন যীশু তাদের দিকে তাকিয়ে বললেন, “এটা মানুষের পক্ষে অসম্ভব; কিন্তু ঈশ্বরের পক্ষে নয়, কারণ সমস্ত কিছুই ঈশ্বরের পক্ষে সম্ভব।” অধ্যায় দেখুন |