মার্ক 10:24 - কিতাবুল মোকাদ্দস24 তাঁর কথায় সাহাবীরা আশ্চর্য হলেন; কিন্তু ঈসা পুনর্বার তাঁদেরকে বললেন, বৎসরা, যারা ধনের উপর নির্ভর করে, আল্লাহ্র রাজ্যে প্রবেশ করা তাদের পক্ষে কেমন দুষ্কর! অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ24 শিষ্যেরা তাঁর কথা শুনে বিস্মিত হলেন। কিন্তু যীশু আবার বললেন, “বৎসেরা, যারা ধনসম্পদে নির্ভর করে, তাদের পক্ষে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা কেমন কঠিন! অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)24 Táṇhár ei bákye shishyerá camatkrita haila; kintu Jíshu punarbár uttar kariyá táhádigake kahilen, Batsagan, jáhárá dhane nirbhar kare, Íshvarer rájye táháder prabesh kará keman dushkar! অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)24 শিষ্যেরা তাঁর এ কথায় অবাক হয়ে গেলেন। যীশু তাঁদের আবার বললেন, বৎসেরা, ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা কত কঠিন! অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)24 তাঁহার কথায় শিষ্যেরা চমৎকৃত হইলেন; কিন্তু যীশু পুনর্ব্বার তাঁহাদিগকে কহিলেন, বৎসগণ, যাহারা ধনে নির্ভর করে, ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা তাহাদের পক্ষে কেমন দুষ্কর! অধ্যায় দেখুনপবিত্র বাইবেল24 শিষ্যরা তাঁর কথা শুনে অবাক হলেন। যীশু আবার তাঁদের বললেন, “শোন, ঈশ্বরের রাজ্যে যাওয়া সত্যিই কষ্টকর। অধ্যায় দেখুন |