মথি 9:1 - কিতাবুল মোকাদ্দস1 পরে তিনি নৌকায় উঠে পার হলেন এবং নিজের নগরে আসলেন। আর দেখ, কয়েক জন লোক তাঁর কাছে এক জন পক্ষাঘাতগ্রস্তকে আনলো, সে খাটের উপরে শোয়ানো ছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ1 এরপর যীশু একটি নৌকায় উঠে সাগর পার করে তাঁর নিজের নগরে এলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 নৌকায় করে পার হয়ে যীশু নিজের শহরে এলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 পরে তিনি নৌকায় উঠিয়া পার হইলেন, এবং নিজ নগরে আসিলেন। আর দেখ, কয়েকটী লোক তাঁহার নিকটে এক জন পক্ষাঘাতীকে আনিল, সে খাটের উপরে শয়ান ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল1 এরপর যীশু নৌকায় উঠে হ্রদের অপর পারে নিজের শহরে এলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী1 পরে তিনি নৌকায় উঠে পার হলেন এবং নিজের শহরে এলেন। আর দেখ, কয়েকটি লোক তাঁর কাছে একজন পক্ষাঘাতীকে আনল, সে খাটের উপরে শোয়ানো ছিল। অধ্যায় দেখুন |