মথি 8:8 - কিতাবুল মোকাদ্দস8 শতপতি জবাবে বললেন, হে প্রভু, আমি এমন যোগ্য নই যে, আপনি আমার ছাদের নিচে আসেন; কেবল মুখে বলুন, তাতেই আমার গোলাম সুস্থ হবে। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ8 সেই শত-সেনাপতি উত্তরে বললেন, “প্রভু, আপনি আমার বাড়িতে আসবেন আমি এমন যোগ্য নই। কেবলমাত্র মুখে বলুন, তাতেই আমার দাস সুস্থ হবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 কিন্তু সেই সেনানায়ক তাঁকে বললেন, গুরুদেব, আপনাকে আমার বাড়িতে নিয়ে যাবার যোগ্যতা আমার নেই। আপনি শুধু মুখে বলুন, সে সুস্থ হয়ে উঠবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 শতপতি উত্তর করিলেন, হে প্রভু, আমি এমন যোগ্য নই যে, আপনি আমার ছাদের নীচে আইসেন; কেবল বাক্যে বলুন, তাহাতেই আমার দাস সুস্থ হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 সেই শতপতি তখন যীশুকে বললেন, “প্রভু, আমি এমন যোগ্য নই যে আমার বাড়ীতে আপনি আসবেন। আপনি কেবল মুখে বলে দিন, তাতেই আমার চাকর ভাল হয়ে যাবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী8 শতপতি উত্তর করলেন, হে প্রভু, আমি এমন যোগ্য নই যে, আপনি আমার ছাদের নীচে আসেন; কেবল কথায় বলুন, তাতেই আমার দাস সুস্থ হবে। অধ্যায় দেখুন |