মথি 8:24 - কিতাবুল মোকাদ্দস24 অকস্মাৎ সাগরে ভারী ঝড় উঠলো, এমন কি নৌকা ঢেউয়ের কারণে ডুবে যাচ্ছিল; কিন্তু তিনি ঘুমাচ্ছিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ24 হঠাৎ সমুদ্রে এক ভয়ংকর ঝড় উঠল ও নৌকার উপরে ঢেউ আছড়ে পড়তে লাগল। কিন্তু যীশু তখন ঘুমাচ্ছিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)24 কিছুক্ষণের মধ্যে হ্রদে এমন ঝড় উঠল যে বড় বড় ঢেউ এসে নৌকাখানির উপর আছড়ে পড়তে লাগল। কিন্তু যীশু তখন ঘুমিয়ে পড়েছিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)24 আর দেখ, সমুদ্রে ভারী ঝড় আসিল, এমন কি, নৌকা তরঙ্গে আচ্ছন্ন হইতেছিল; কিন্তু তিনি নিদ্রাগত ছিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল24 সেই হ্রদের মধ্যে হঠাৎ ভীষণ ঝড় উঠল, তাতে নৌকার উপর ঢেউ আছড়ে পড়তে লাগল। যীশু তখন ঘুমোচ্ছিলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী24 আর দেখ, সমুদ্রে ভীষণ ঝড় উঠল, এমনকি, নৌকার উপর ঢেউ; কিন্তু যীশু তখন ঘুমোছিলেন। অধ্যায় দেখুন |