মথি 27:7 - কিতাবুল মোকাদ্দস7 পরে তারা পরামর্শ করে বিদেশীদের কবর দেবার জন্য ঐ টাকায় কুমারের জমি ক্রয় করলো। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ7 তাই তারা স্থির করল, ওই অর্থ দিয়ে কুমোরের জমি কেনা হবে, যেন বিদেশিদের কবর দেওয়া যেতে পারে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 তাঁরা পরামর্শ করে বিদেশীদের কবর দেবার জন্য ঐ অর্থ দিয়ে ‘কুমোর ডাঙ্গা’ কিনে নিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 পরে তাহারা মন্ত্রণা করিয়া বিদেশীদের কবর দিবার জন্য ঐ টাকায় কুম্ভকারের ক্ষেত্র ক্রয় করিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 তাই তাঁরা পরামর্শ করে ঐ টাকায় কুমোরদের একটা জমি কিনলেন যাতে জেরুশালেমে যেসব বিদেশী মারা যাবে, তাদের সেখানে কবর দেওয়া যেতে পারে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 পরে তারা পরামর্শ করে বিদেশীদের কবর দাও য়ার জন্য ঐ টাকায় কুমরের জমি কিনল। অধ্যায় দেখুন |