Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




মথি 27:41 - কিতাবুল মোকাদ্দস

41 আর সেভাবে প্রধান ইমামেরা আলেমরা ও প্রাচীনরা বিদ্রূপ করে বললো,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

41 একইভাবে প্রধান যাজকেরা, শাস্ত্রবিদরা ও প্রাচীনবর্গ তাঁকে বিদ্রুপ করল।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

41 পুরোহিত প্রধানেরাও অনুরূপভাবে শাস্ত্রী ও সমাজপতিদের সঙ্গে তাঁকে উপহাস করে বলছিলেন,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

41 আর সেইরূপ প্রধান যাজকেরা অধ্যাপকগণের ও প্রাচীনবর্গের সহিত বিদ্রূপ করিয়া কহিল,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

41 সেইভাবেই প্রধান যাজকরা, ব্যবস্থার শিক্ষকরা ও ইহুদী নেতারা বিদ্রূপ করে তাঁকে বলতে লাগলেন,

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

41 আর একইভাবে প্রধান যাজকেরা, ব্যবস্থার শিক্ষকেরা ও প্রাচীনেরা একসঙ্গে ঠাট্টা করে বলল,

অধ্যায় দেখুন কপি




মথি 27:41
12 ক্রস রেফারেন্স  

যারা আমার বিপদে আনন্দিত হয়, তারা একসঙ্গে লজ্জিত ও হতাশ হোক; যারা আমার বিরুদ্ধে গর্ব করে, তারা লজ্জায় ও অপমানে আচ্ছন্ন হোক।


আলেমেরাও তাঁকে উপহাস করে বলতে লাগল, ঐ ব্যক্তি অন্যান্য লোককে রক্ষা করতো, যদি সে আল্লাহ্‌র সেই মসীহ্‌, তাঁর মনোনীত হয়, নিজেকে রক্ষা করুক;


আর তাঁর বিরুদ্ধে যে প্রধান ইমামেরা, বায়তুল-মোকাদ্দসের সেনাপতিরা ও প্রাচীনবর্গরা এসেছিল, ঈসা তাদেরকে বললেন, লোকে যেমন দস্যুর বিরুদ্ধে যায়, তেমনি তলোয়ার ও লাঠি নিয়ে কি তোমরা আসলে?


কারণ তাঁকে অ-ইহুদীদের হাতে ধরিয়ে দেওয়া হবে এবং লোকেরা তাঁকে বিদ্রুপ করবে, তাঁকে অপমান করবে, তাঁর গায়ে থুথু দেবে;


আর আমি এক মাসের মধ্যে তার তিন জন পালককে উচ্ছিন্ন করলাম; কারণ আমার প্রাণ তাদের প্রতি অসহিষ্ণু হল তাদের প্রাণও আমাকে ঘৃণা করলো।


যে ব্যক্তি মানুষের অবজ্ঞাত, লোকবৃন্দের ঘৃণাস্পদ ও শাসনকর্তাদের গোলাম, তাকে মাবুদ, ইসরাইলের মুক্তিদাতা ও তার পবিত্রতম, এই কথা বলেন, তোমাকে দেখলে বাদশাহ্‌রা উঠে দাঁড়াবে, নেতৃবর্গরা সেজ্‌দা করবে; মাবুদের জন্যই করবে, তিনি তো বিশ্বসনীয়; ইসরাইলের পবিত্রতমের জন্য করবে, তিনি তো তোমাকে মনোনীত করেছেন।


অতএব তোমরা নিন্দায় রত হয়ো না, পাছে তোমাদের বন্ধন দৃঢ়তর হয়; কেননা প্রভুর মুখে, বাহিনীগণের মাবুদেরই মুখে আমি সমস্ত দুনিয়ার জন্য উচ্ছেদের, নির্ধারিত উচ্ছেদের কথা শুনেছি।


তিনি তোমাদের পরীক্ষা করলে কি মঙ্গল হবে? মানুষ যেমন মানুষকে ভুলায়, তেমনি তোমরা কি তাঁকে ভুলাবে?


ওহে, তুমি না এবাদতখানা ভেঙ্গে ফেল, আর তিন দিনের মধ্যে গেঁথে তুল! নিজেকে রক্ষা কর; যদি আল্লাহ্‌র পুত্র হও, ক্রুশ থেকে নেমে এসো।


ঐ ব্যক্তি অন্য অন্য লোককে রক্ষা করতো, নিজেকে রক্ষা করতে পারে না। ও তো ইসরাইলের বাদশাহ্‌! এখন ক্রুশ থেকে নেমে আসুক; তা হলে আমরা ওর উপরে ঈমান আনবো।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন