মথি 26:53 - কিতাবুল মোকাদ্দস53 আর তুমি কি মনে কর যে, আমি আমার পিতার কাছে ফরিয়াদ করলে তিনি এখনই আমার জন্য দ্বাদশ বাহিনীর চেয়ে বেশি ফেরেশতা পাঠিয়ে দেবেন না? অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ53 তুমি কি মনে করো? আমি কি আমার পিতাকে ডাকতে পারি না, আর তিনি সঙ্গে সঙ্গে কি আমার অধীনে বারোটি বাহিনীরও বেশি দূত পাঠিয়ে দেবেন না? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)53 তুমি কি মনে কর যে আমি আমার পিতার কাছে আবেদন জানালে তিনি কি আমার জন্য বারোটিরও বেশি দূতবাহিনী পাঠিয়ে দেবেন না? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)53 আর তুমি কি মনে কর যে, আমি আমার পিতার কাছে বিনতি করিলে তিনি এখনই আমার জন্য দ্বাদশ বাহিনী অপেক্ষা অধিক দূত পাঠাইয়া দিবেন না? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল53 তোমরা কি ভাব যে, আমি আমার পিতা ঈশ্বরের কাছে চাইতে পারি না? চাইলে তিনি সঙ্গে সঙ্গে আমার জন্য বারোটিরও বেশী স্বর্গদূতবাহিনী পাঠিয়ে দেবেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী53 আর তুমি কি মনে কর যে, যদি আমি আমার পিতার কাছে অনুরোধ করি তবে তিনি কি এখনই আমার জন্য বারোটা বাহিনীর থেকেও বেশি দূত পাঠিয়ে দেবেন না? অধ্যায় দেখুন |