Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




মথি 22:36 - কিতাবুল মোকাদ্দস

36 হুজুর, শরীয়তের মধ্যে কোন্‌ হুকুম মহৎ?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

36 “গুরুমহাশয়, বিধানের মধ্যে সর্বাপেক্ষা মহৎ আজ্ঞা কোনটি?”

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

36 গুরুদেব, বিধানের শ্রেষ্ঠ আজ্ঞা কোনটি?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

36 গুরো, ব্যবস্থার মধ্যে কোন্‌ আজ্ঞা মহৎ?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

36 “গুরু, বিধি-ব্যবস্থার মধ্যে সবচেয়ে মহান আদেশ কোনটি?”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

36 “গুরু, ব্যবস্থার মধ্যে কোন আদেশটি মহান?”

অধ্যায় দেখুন কপি




মথি 22:36
8 ক্রস রেফারেন্স  

কিন্তু ফরীশীরা, ধিক্‌ তোমাদেরকে, কেননা তোমরা পুদিনা, তেজপাতা ও সকল প্রকার শাকের দশ ভাগের এক ভাগ দান করে থাক, আর ন্যায়বিচার ও আল্লাহ্‌-প্রেম উপেক্ষা করে থাক; কিন্তু এসব পালন করা এবং ঐ সমস্ত পরিত্যাগ না করা তোমাদের উচিত ছিল।


সে তার পিতাকে বা তার মাতাকে আর সম্মান করবে না; এভাবে তোমরা তোমাদের পরম্পরাগত নিয়মের জন্য আল্লাহ্‌র কালাম নিষ্ফল করেছ।


আমি তার জন্য আমার ব্যবস্থার দশ হাজার কথা লিখি; কিন্তু সেসব বিজাতীয়রূপে গণ্য করা হয়।


আর তাদের মধ্যে এক জন আলেম ঈসাকে পরীক্ষা করার জন্য জিজ্ঞাসা করলো,


তিনি তাকে বললেন, “তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়ে তোমার আল্লাহ্‌ প্রভুকে মহব্বত করবে,”


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন