মথি 20:29 - কিতাবুল মোকাদ্দস29 পরে জেরিকো থেকে তাঁদের বের হবার সময়ে অনেক লোক তাঁর পিছনে পিছনে চলতে লাগল। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ29 যীশু ও তাঁর শিষ্যেরা যখন যিরীহো ছেড়ে যাচ্ছিলেন, অনেক লোক তাঁকে অনুসরণ করল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)29 জেরিকো ছেড়ে চলে যাবার সময়ে বিরাট জনতা তাঁকে অনুসরণ করতে লাগল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)29 পরে যিরীহো হইতে তাঁহাদের বাহির হইবার সময়ে বিস্তর লোক তাঁহার পশ্চাৎ পশ্চাৎ গমন করিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল29 তাঁরা যখন যিরীহো শহর ছেড়ে যাচ্ছিলেন, তখন বহু লোক যীশুর পিছু পিছু চলল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী29 পরে যিরীহো থেকে যীশু এবং তাঁর শিষ্যদের বের হওয়ার দিনের অনেক লোক তাঁকে অনুসরণ করল। অধ্যায় দেখুন |