মথি 20:14 - কিতাবুল মোকাদ্দস14 তোমার যা পাওনা তা নিয়ে চলে যাও; আমার ইচ্ছা, তোমাকে যা, ঐ শেষের জনকেও তা-ই দেব। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ14 তোমার পাওনা নিয়ে চলে যাও। আমার ইচ্ছা আমি শেষে নিয়োগ করা লোকটিকেও তোমার সমানই মজুরি দেব। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 তোমরা যা পাওনা তুমি তা-ই নিয়ে চলে যাও। আমার ইচ্ছা, তোমাকে যেমন দিয়েছি, এই শেষের জনকেও তা-ই দেব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 তোমার যাহা পাওনা, তাহা লইয়া চলিয়া যাও; আমার ইচ্ছা, তোমাকে যাহা, ঐ শেষের জনকেও তাহাই দিব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 তোমার যা পাওনা তা নিয়ে বাড়ি যাও। আমার ইচ্ছা, আমি তোমাকে যা দিয়েছি, এই শেষের জনকেও তাই দেব। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী14 তোমার যা পাওনা, তা নিয়ে চলে যাও, আমার ইচ্ছা, তোমাকে যা, ঐ শেষের জনকেও তাই দেব। অধ্যায় দেখুন |