মথি 10:13 - কিতাবুল মোকাদ্দস13 তাতে সেই বাড়ি যদি যোগ্য হয়, তবে তোমাদের শান্তি তার প্রতি বর্ষিত হোক; কিন্তু যদি যোগ্য না হয়, তবে তোমাদের শান্তি তোমাদের কাছে ফিরে আসুক। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ13 যদি সেই বাড়ি যোগ্য হয়, তোমাদের শান্তি তার উপরে বিরাজ করুক; যদি যোগ্য না হয়, তাহলে তোমাদের শান্তি তোমাদেরই কাছে ফিরে আসুক। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 গৃহটি যোগ্য হলে তোমাদের শান্তি সেই গৃহে অধিষ্ঠিত হবে, কিন্তু যদি অযোগ্য হয় তাহলে তোমাদের শান্তি তোমাদেরই কাছে ফিরে আসবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 তাহাতে সেই গৃহ যদি যোগ্য হয়, তবে তোমাদের শান্তি তাহার প্রতি বর্ত্তুক; কিন্তু যদি যোগ্য না হয়, তবে তোমাদের শান্তি তোমাদের কাছে ফিরিয়া আইসুক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 সেই বাড়ির লোকরা যদি তোমাদের স্বাগত জানায়, তবে তারা সেই শান্তি লাভের উপযুক্ত। কিন্তু তারা যদি তোমাদের স্বাগত না জানায়, তবে তোমাদের শান্তি তোমাদেরই কাছে ফিরে আসুক। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী13 তাতে সেই ঘরের লোক যদি যোগ্য হয়, তবে তোমাদের শান্তি তাদের প্রতি আসুক; কিন্তু যদি যোগ্য না হয়, তবে তোমাদের শান্তি তোমাদের কাছে ফিরে আসুক। অধ্যায় দেখুন |