Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




বিলাপ 5:9 - কিতাবুল মোকাদ্দস

9 প্রাণসংশয়ে আমরা খাদ্য আহরণ করি, মরুভূমিতে অবস্থিত তলোয়ারের কারণে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

9 মরুপ্রান্তরে তরোয়ালের আক্রমণের মধ্যে জীবন বিপন্ন করে আমাদের খাদ্য সংগ্রহ করতে হয়।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

9 গ্রামের পথে পথে আছে হত্যাকারীর দল, মরণের ঝুঁকি নিয়ে আমাদের যেতে হয় খাদ্যের সন্ধানে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 প্রাণসংশয়ে আমরা খাদ্য আহরণ করি, প্রান্তরে স্থিত খড়্‌গ প্রযুক্ত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 আমরা খাদ্যের জন্য জীবন দিই। মরুভূমি আমাদের মেরে ফেলে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 জীবনের ঝুঁকিতে আমরা খাবার সংগ্রহ করি, মরুপ্রান্তে অবস্থিত তরোয়াল থাকা সত্বেও।

অধ্যায় দেখুন কপি




বিলাপ 5:9
9 ক্রস রেফারেন্স  

তা হলে যে তলোয়ারের ভয় করছো, তা মিসর দেশেই তোমাদের নাগাল পাবে, আর যে দুর্ভিক্ষে ব্যাকুল হচ্ছো, তা মিসর দেশে তোমাদের অনুবর্তী হবে, তাতে তোমরা সেখানে মরবে।


‘না, আমরা মিসর দেশে যাব, সেই স্থানে যুদ্ধ দেখতে, তূরীবাদ্য শুনতে ও খাদ্যের অভাবে ক্ষুধায় কষ্টভোগ করতে হবে না, আর আমরা সেখানে বাস করবো,’


কেননা নথনিয়ের পুত্র ইসমাইল ব্যাবিলনের বাদশাহ্‌র নিযুক্ত শাসনকর্তা অহীকামের পুত্র গদলিয়কে হত্যা করেছিল, সেজন্য্য তারা কল্‌দীয়দের ভয়ে ভীত হয়েছিল।


তিনি বললেন, হে মাবুদ, এমন কাজ যেন আমি না করি; এ কি সেই মানুষের রক্ত নয়, যারা প্রাণের ঝুঁকি নিয়ে গিয়েছিল; অতএব তিনি তা পান করতে সম্মত হলেন না। ঐ বীরত্রয় এসব কাজ করেছিলেন।


পরে মাবুদের ফেরেশতা এসে অবীয়েষ্রীয় যোয়াশের অধিকারভুক্ত অফ্রাতে অবস্থিত এলা গাছের তলে বসলেন। আর যোয়াশের পুত্র গিদিয়োন আঙ্গুর মাড়াবার কুণ্ডে গম মাড়াই করছিলেন, যেন মাদিয়ানীয়দের থেকে তা লুকাতে পারেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন