Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




বিলাপ 4:4 - কিতাবুল মোকাদ্দস

4 স্তন্যপায়ী শিশুর জিহ্বা পিপাসায় তালুতে সংলগ্ন হয়েছে; বালক-বালিকারা রুটি চাচ্ছে, কেউ তাদেরকে তা দেয় না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

4 পিপাসিত হওয়ার কারণে কোলের শিশুদের জিভ মুখের তালুতে আটকে যায়; শিশুরা রুটি ভিক্ষা চায়, কিন্তু কেউই তাদের তা দেয় না।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

4 তাদের শিশু সন্তানেরা আজ মৃতপ্রায় ক্ষুধায় তৃষ্ণায় একমুঠো অন্নের জন্য কোলের শিশুরা ভিক্ষা করে দুয়ারে দুয়ারে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 স্তন্যপায়ী শিশুরা জিহ্বা পিপাসায় তালুতে সংলগ্ন হইয়াছে; বালকবালিকারা রুটী চাহিতেছে, কেহ তাহাদিগকে বাঁটিয়া দেয় না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 তৃষ্ণায় ছোট্ট শিশুর জিভটা মুখে আটকে পড়েছে। ছেলেমেয়েরা খাবার চাইছে। কিন্তু কেউই তাদের খাবার দেয় না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 স্তন্যপায়ী শিশুর জিভ পিপাসায় মুখের তালুতে লেগে আছে; ছেলেমেয়েরা রুটি চাইছে, কিন্তু তাদের জন্য কিছুই নেই।

অধ্যায় দেখুন কপি




বিলাপ 4:4
12 ক্রস রেফারেন্স  

আমার বল খোলার মত শুকিয়ে যাচ্ছে, আমার জিহ্বা তালুতে লেগে যাচ্ছে, তুমি আমাকে মৃত্যুর ধূলিতে রেখেছ।


তার সমস্ত লোক দীর্ঘনিশ্বাস ত্যাগ করছে, তারা খাদ্যের চেষ্টা করছে, প্রাণ ফিরিয়ে আনবার জন্য খাদ্যের পরিবর্তে নিজ নিজ মনোহর দ্রব্য সকল দিয়ে দিয়েছে। দেখ, হে মাবুদ, মনযোগ দাও, কেননা আমি তুচ্ছাস্পদ হয়েছি।


আমার জিহ্বা তালুতে সংলগ্ন হোক, যদি আমি তোমাকে মনে না করি, যদি আমার পরমানন্দ থেকে জেরুশালেমকে বেশি মহব্বত না করি।


তারা ক্ষুধায় ক্ষীণ হবে, জ্বলন্ত অঙ্গারে ও উগ্র সংহারে আক্রান্ত হবে; আমি তাদের কাছে জন্তুদের দাঁত পাঠাবো, ধূলির উপরে বুকে ভর করে চলা সাপের বিষ সহকারে।


তোমাদের নগরের যে ধূলা আমাদের পায়ে লেগেছে, তাও তোমাদের বিরুদ্ধে ঝেড়ে ফেললাম; তবুও এই কথা জেনো যে, আল্লাহ্‌র রাজ্য সন্নিকট হল।


এজন্য মাবুদ তোমার বিরুদ্ধে যে দুশমনদেরকে পাঠাবেন, তুমি ক্ষুধায়, তৃষ্ণায়, উলঙ্গতায় ও সকল বিষয়ের অভাব ভোগ করতে করতে তাদের গোলামী করবে; এবং যে পর্যন্ত তিনি তোমার বিনাশ না করেন, সেই পর্যন্ত তোমার ঘাড়ে লোহার জোয়াল দিয়ে রাখবেন।


তাদের প্রধানেরা নিজ নিজ অধীনদের পানির জন্য পাঠায়; তারা গর্তগুলোর কাছে এসে একটুও পানি পায় না, শূন্য পাত্র হাতে করে ফিরে যায়; তারা লজ্জিত ও বিষণ্ন হয়ে মাথা ঢেকে রাখে।


কিন্তু রব্‌শাকি তাদেরকে বললেন, আমার মালিক কি শুধু তোমার মালিকের কাছে এবং তোমারই কাছে এই কথা বলতে আমাকে পাঠিয়েছেন? ঐ যে লোকেরা তোমাদের সঙ্গে নিজ নিজ বিষ্ঠা খেতে ও মূত্র পান করতে প্রাচীরের উপরে বসে আছে, ওদেরই কাছে কি তিনি পাঠান নি?


পরে (চতুর্থ) মাসের নবম দিনে নগরে মহাদুর্ভিক্ষ হল, দেশের লোকদের জন্য খাদ্যদ্রব্য কিছুই রইলো না।


এই কারণে আমার লোকেরা জ্ঞানের অভাবের দরুন বন্দী হিসেবে নীত হয়, তাদের নেতৃবর্গ ক্ষুধার্ত ও তাদের জনগণ তৃষ্ণায় নিঃশেষিত হয়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন