Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




বিলাপ 4:1 - কিতাবুল মোকাদ্দস

1 হায়, সোনা কেমন মলিন হয়েছে! খাঁটি সোনা কেমন বিকৃত হয়েছে! বায়তুল-মোকাদ্দসের পাথরগুলো প্রতিটি রাস্তার মাথায় নিক্ষিপ্ত রয়েছে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

1 হায়! সোনা কেমন তার উজ্জ্বলতা হারিয়েছে, উজ্জ্বল সোনা মলিন হয়েছে! পবিত্র মণিরত্নগুলি ছত্রাকার হয়ে প্রতি পথের মোড়ে পড়ে আছে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

1 নগরীর সোনার উজ্জ্বল ছটা আজ হয়েছে মলিন, মন্দিরের অমূল্য পাথরগুলি ছড়িয়ে আছে, পথের উপর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 হায়, সুবর্ণ কেমন মলিন হইয়াছে! বিমল কাঞ্চন কেমন বিকৃত হইয়াছে! ধর্ম্মধামের প্রস্তরগুলি প্রতি পথের মস্তকে নিক্ষিপ্ত রহিয়াছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 দেখো, সোনা কিভাবে কৃষ্ণবর্ণ হয়েছে। দেখো, দামী সোনার কি পরিবর্তন। চারিদিকেই মন্দিরের পাথরগুলো ইতস্ততঃ ছড়িয়ে আছে। তাদের রাস্তার প্রতিটি কোণে বিক্ষিপ্ত করা হয়েছে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 হায়! সোনা কেমনভাবে উজ্জ্বলতা হারিয়েছে, খাঁটি সোনা পরিবর্তিত হয়েছে। পবিত্র পাথরগুলি প্রতিটি রাস্তার মাথায় ছড়িয়ে আছে।

অধ্যায় দেখুন কপি




বিলাপ 4:1
11 ক্রস রেফারেন্স  

উঠ, রাতের বেলায় প্রত্যেক প্রহরের আরম্ভে মাতম কর, প্রভুর সম্মুখে তোমার অন্তর পানির মত ঢেলে দাও, তাঁর উদ্দেশে হাত তোল, তোমার শিশুদের প্রাণ রক্ষার্থে, যারা প্রতি রাস্তার মোড়ে মোড়ে ক্ষুধায় মূর্চ্ছাপন্ন রয়েছে।


সতী নগরী কেমন পতিতা হয়েছে; সে তো ন্যায়বিচারে পূর্ণা ছিল। ধার্মিকতা তাতে বাস করতো, কিন্তু এখন হত্যাকারী লোকেরা থাকে।


কিন্তু জবাবে তিনি তাঁদেরকে বললেন, তোমরা কি এসব দেখছো না? আমি তোমাদেরকে সত্যি বলছি, এই স্থানের একখানি পাথর অন্য পাথরের উপরে থাকবে না, সমস্তই ভূমিসাৎ হবে।


তিনি মাবুদের গৃহ ও রাজপ্রাসাদ পুড়িয়ে দিলেন এবং জেরুশালেমের সকল বাড়ি ও বড় বড় সকল অট্টালিকা আগুনে পুড়িয়ে দিলেন।


হে শুকতারা! ঊষা-নন্দন! তুমি তো বেহেশত থেকে পড়ে গেছ! হে জাতিদের নিপাতনকারী, তুমি ছিন্ন ও ভূপাতিত হয়েছ!


ঈসা তাঁকে বললেন, তুমি কি এসব বড় বড় দালান দেখছো? এর একটি পাথর আর একটি পাথরের উপরে থাকবে না, সকলই ভূমিসাৎ হবে।


হে মানুষের সন্তান, ইসরাইল-কুল আমার কাছে খাদস্বরূপ হয়েছে; তারা সকলে হাপরের মধ্যে ব্রোঞ্জ, দস্তা, লোহা ও সীসার মত; তারা রূপার খাদের মত হয়েছে।


এজন্য আমি সামেরিয়াকে মাটির ধ্বংসস্তূপ করবো, আঙ্গুরলতার বাগান করবো; আমি তার পাথরগুলো উপত্যকায় ফেলে দেব, তার ভিত্তিমূল অনাবৃত করবো।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন