Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




বিলাপ 3:59 - কিতাবুল মোকাদ্দস

59 হে মাবুদ, তুমি আমার প্রতি কৃত জুলুম দেখেছ, আমার বিচার নিষ্পত্তি কর।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

59 হে সদাপ্রভু, আমার প্রতি যে অন্যায় করা হয়েছে, তা তুমি দেখেছ। আমার বিচার করে তুমি আমাকে নির্দোষ প্রতিপন্ন করো!

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

59 বিচার কর তুমি আমার অনুকূলে, জান তুমি কত অন্যায় অবিচার হয়েছে আমার উপর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

59 হে সদাপ্রভু, তুমি আমার প্রতি কৃত উপদ্রব দেখিয়াছ, আমার বিচার নিষ্পত্তি কর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

59 প্রভু, আমার দুর্দশা দেখুন। আমায় ন্যায় পেতে সাহায্য করুন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

59 হে সদাপ্রভু, তুমি আমার প্রতি করা অত্যাচার দেখেছ, আমার বিচার ন্যায্যভাবে কর।

অধ্যায় দেখুন কপি




বিলাপ 3:59
16 ক্রস রেফারেন্স  

হে আল্লাহ্‌, আমার বিচার কর, অসাধু ব্যক্তিদের সঙ্গে আমার ঝগড়া নিষ্পন্ন কর; ছলনাপ্রিয় ও অন্যায়কারী মানুষ থেকে আমাকে উদ্ধার কর।


তিনি অপমানিত হলে প্রতিউত্তরে অপমান করতেন না; দুঃখভোগের সময় প্রতিশোধ নেবার ভয়ও দেখান নি, কিন্তু যিনি ন্যায় অনুসারে বিচার করেন, তাঁর উপর আস্থা রাখতেন।


হে মাবুদ, যারা আমার সঙ্গে ঝগড়া করে, তাদের সঙ্গে ঝগড়া কর, যারা আমার সঙ্গে যুদ্ধ করে, তাদের সঙ্গে যুদ্ধ কর।


হে মাবুদ, আমার বিচার কর, কারণ আমি নিজের সিদ্ধতায় চলেছি, আর আমি মাবুদের আশ্রয় নিয়েছি, চঞ্চল হব না।


কেননা তুমি আমার বিচার ও ঝগড়া নিষ্পন্ন করেছ, তুমি সিংহাসনে বসে ধার্মিকতার বিচার করেছ।


আমার পৈতৃক আল্লাহ্‌, ইব্রাহিমের আল্লাহ্‌ ও ইস্‌হাকের উপাস্য যদি আমার পক্ষ না হতেন, তবে অবশ্য এখন আপনি আমাকে খালি হাতে বিদায় করতেন। আল্লাহ্‌ আমার দুঃখ ও হাতের পরিশ্রম দেখেছেন, এজন্য গত রাতে আপনাকে ধম্‌কে দিয়েছেন।


জেগে উঠ, জাগ্রত হও, আমার রক্ষার্থে, হে আমার আল্লাহ্‌, আমার প্রভু, আমার পক্ষে কথা বলবার জন্য।


হায়! হায়! মা আমার, আমি সমস্ত দুনিয়ার বিরোধের ও বিবাদের পাত্র, তুমি আমাকে কেন প্রসব করেছ? আমি তো কাউকেও সুদের জন্য ঋণ দেই নি, আমাকেও কেউ দেয় নি, তবুও সকলে আমাকে বদদোয়া দিচ্ছে।


তখন রাহেলা বললেন, আল্লাহ্‌ আমার বিচার করলেন এবং আমার মুনাজাত শুনে আমাকে পুত্র দিলেন; অতএব তিনি তার নাম দান (বিচার) রাখলেন।


তুমি দেখেছ, কেননা তুমি জুলুম ও দুর্দশার প্রতি দৃষ্টিপাত করছো, যেন তার প্রতিকার নিজের হাতে কর; এতিম তো তোমারই উপরে তার ভার তুলে দেয়; তুমিই এতিমের সহায়।


কারো বিবাদের অন্যায় নিষ্পত্তি করে, তা প্রভু দেখতে পারেন না।


ওদের সমস্ত প্রতিশোধ ও আমার বিরুদ্ধে কৃত সমস্ত সঙ্কল্প তুমি দেখেছো।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন