Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




বিলাপ 3:48 - কিতাবুল মোকাদ্দস

48 আমার জাতিরূপ কন্যার ভঙ্গের কারণে আমার চোখ থেকে পানির ধারা বইছে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

48 আমার দু-চোখ দিয়ে অশ্রুধারা বয়ে যাচ্ছে কেননা আমার লোকেরা ধ্বংস হয়ে যাচ্ছে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

48 স্বজাতির বিনাশে অবিরাম অশ্রুধারায় ভরে গেছে দুটি নয়ন আমার।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

48 আমার জাতিরূপ কন্যার ভঙ্গ প্রযুক্ত আমার চক্ষু হইতে জলধারা বহিতেছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

48 আমার চোখ বেয়ে জলের স্রোত নেমেছে! আমি আমার লোকদের ধ্বংসের জন্য কেঁদেছি!

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

48 আমার লোকের মেয়ের ধ্বংসের জন্য আমার চোখে জলের ধারা বয়ে যাচ্ছে।

অধ্যায় দেখুন কপি




বিলাপ 3:48
11 ক্রস রেফারেন্স  

আমার নেত্রযুগল অশ্রুপাতে ক্ষীণ হয়েছে, আমার অন্ত্র জ্বলছে; আমার লোকদের ধ্বংসের কারণে আমার যকৃৎ মাটিতে ঢালা যাচ্ছে, কেননা নগরের চকে চকে বালক-বালিকা ও স্তন্যপায়ী শিশু মূর্চ্ছাপন্ন হয়।


হায় হায়, আমার মাথা কেন পানির ঝর্ণা হল না! আমার চোখ কেন অশ্রুর ফোয়ারা হল না! তা হলে আমি আমার জাতির কন্যার নিহত লোকদের বিষয়ে দিনরাত কাঁদতে পারতাম।


লোকদের অন্তর প্রভুর কাছে কান্নাকাটি করেছে; অহো সিয়োন-কন্যার প্রাচীর! দিনরাত অশ্রুধারা পানির স্রোতের মত বয়ে যাক, নিজেকে কোন বিশ্রাম দিও না, তোমার চোখের তারাকে ক্ষান্ত হতে দিও না।


এই কারণে আমি কান্নাকাটি করছি; আমার চোখ, আমার চোখ পানির ঝর্ণা হয়েছে; কেননা সান্ত্বনাকারী, যিনি আমার প্রাণ ফিরিয়ে আনবেন, তিনি আমা থেকে দূরে গেছেন; আমার বালকেরা এতিম, কারণ দুশমন বিজয়ী হয়েছে।


তোমরা যদি এই কথা শোন, তবে তোমাদের দর্পের কারণে আমার প্রাণ নিরালায় কান্নাকাটি করবে এবং আমার চোখ অশ্রুপাত করবে, অশ্রুধারা বইবে, কেননা মাবুদের পাল বন্দী হল।


তারা দ্রুত এসে আমাদের জন্য হাহাকার করুক, যেন আমাদের চোখ অশ্রুতে ভেসে যায়, আমাদের চোখ দিয়ে পানির ধারা বের হয়।


‘হায় আমার যাতনা! হায় আমার যাতনা! আমি অন্তরে ব্যথিত; আমার অন্তর কাঁপছে; আমি নীরব থাকতে পারি না; কেননা হে আমার প্রাণ, তুমি তূরীর আওয়াজ ও যুদ্ধের সিংহনাদ শুনেছ।


আমার চোখ থেকে পানির ধারা বইছে, কারণ লোকে তোমার শরীয়ত পালন করে না।


ব্যাবিলনীয় নদীগুলোর তীরে, সেখানে আমরা বসতাম আর কাঁদতাম, যখন সিয়োনকে মনে পড়তো।


আর তুমি তাদেরকে এই কথা বল, দিনরাত আমার চোখ থেকে পানির ধারা পড়ুক, তা নিবৃত্ত না হোক, কেননা আমার জাতির কুমারী কন্যা মহাভঙ্গে ও বিষম আঘাতে ভগ্ন হল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন