বিলাপ 3:43 - কিতাবুল মোকাদ্দস43 তুমি ক্রোধে আচ্ছাদন করে আমাদেরকে তাড়না করেছ, হত্যা করেছ, রহম কর নি। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ43 “তুমি ক্রোধে নিজেকে আচ্ছাদন করে আমাদের তাড়া করেছ; কোনো মমতা ছাড়াই তুমি হত্যা করেছ। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)43 করেছ তাড়না প্রভু, করেছ নিধন, তোমার করুণাধারা পড়েছে ঢাকা প্রচণ্ড ক্রোধের আড়ালে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)43 তুমি ক্রোধে আচ্ছাদন করিয়া আমাদিগকে তাড়না করিয়াছ, বধ করিয়াছ, দয়া কর নাই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল43 আপনি আমাদের ক্রোধ দিয়ে মুড়ে দিয়েছেন এবং আমাদের তাড়িয়ে দিয়েছেন। কোন রকম ক্ষমা না করেই হত্যা করেছেন! অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী43 তুমি নিজেকে রাগে ঢেকে আমাদেরকে তাড়না করেছ, হত্যা করেছ, দয়া করনি। অধ্যায় দেখুন |