Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




বিলাপ 3:34 - কিতাবুল মোকাদ্দস

34 লোকে যে দেশের বন্দীদেরকে পদতলে দলিত করে,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

34 দেশের সব বন্দিকে যদি লোকেরা পদতলে দলিত করে,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

34 বন্দীশালার পীড়নে যখন নিপীড়িত হয় আত্মা আমাদের,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

34 লোকে যে পৃথিবীর বন্দি সকলকে পদতলে দলিত করে,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

34 প্রভু এইগুলি পছন্দ করেন না: তিনি দেশের সব বন্দীদের তাঁর পায়ের তলায় পিষে ফেলতে চান না। তিনি কাউকে পেষণ করতে চান না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

34 লোকে যে পৃথিবীর বন্দীদের সবাইকে পায়ের তলায় পিষে দেয়,

অধ্যায় দেখুন কপি




বিলাপ 3:34
12 ক্রস রেফারেন্স  

তুমি বন্দীদেরকে বলবে, বের হও; যারা অন্ধকারে আছে, তাদেরকে বলবে প্রকাশিত হও। তারা পথে পথে চরবে, গাছপালাহীন উঁচুস্থান তাদের চরাণিস্থান হবে।


বন্দীর হাহাকার শুনবার জন্য, মৃত্যুর সন্তানদেরকে মুক্ত করার জন্য;


কেননা মাবুদ দীনহীনদের কথা শোনেন, তিনি তাঁর বন্দীদেরকে তুচ্ছ করেন না।


জগৎকে নির্জন স্থানের মত করতো, দুনিয়ার সমস্ত নগর উৎপাটন করতো, বন্দীদেরকে বাড়ি যেতে দিত না?’


বন্দীর হাহাকার তোমার সম্মুখে উপস্থিত হোক, তুমি তোমার বাহুর মহত্বানুসারে মৃত্যুর সন্তানদের বাঁচাও।


ইসরাইল ছিন্নভিন্ন ভেড়ার মত; সিংহগুলো তাকে তাড়িয়ে দিয়েছে; প্রথমত আশেরিয়ার বাদশাহ্‌ তাকে গ্রাস করেছিল, এখন শেষে এই ব্যাবিলনের বাদশাহ্‌ বখতে-নাসার তার অস্থিগুলো ভেঙ্গে ফেলেছে।


কেননা তিনি অন্তরের সঙ্গে দুঃখ দেন না, মানুষকে শোকার্ত করেন না।


সর্বশক্তিমানের সম্মুখে মানুষের প্রতি অন্যায় করে,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন