Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




বিলাপ 3:33 - কিতাবুল মোকাদ্দস

33 কেননা তিনি অন্তরের সঙ্গে দুঃখ দেন না, মানুষকে শোকার্ত করেন না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

33 কারণ তিনি ইচ্ছা করে মানবসন্তানদের কষ্ট বা মনোদুঃখ দেন না।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

33 যন্ত্রণা-আঘাত দিয়ে আমাদের পান না তিনি কোন আনন্দ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

33 কেননা তিনি অন্তরের সহিত দুঃখ দেন না, মনুষ্য-সন্তানগণকে শোকার্ত্ত করেন না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

33 প্রভু কাউকে শাস্তি দিতে চান না। লোকরা অশান্তিতে থাকুক এটাও তিনি চান না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

33 কারণ তিনি হৃদয়ের সঙ্গে দুঃখ দেন না, মানুষের সন্তানদের শোকার্ত করেন না।

অধ্যায় দেখুন কপি




বিলাপ 3:33
8 ক্রস রেফারেন্স  

তুমি তাদের বল, সার্বভৌম মাবুদ বলেন, আমার জীবনের কসম, দুষ্ট লোকের মরণে আমার সন্তোষ নেই; বরং দুষ্ট লোক যে তার পথ থেকে ফিরে বাঁচে, তাতেই আমার সন্তোষ। তোমরা ফির, নিজ নিজ কুপথ থেকে ফির; কারণ, হে ইসরাইল-কুল, তোমরা কেন মরবে?


কারণ যে মারা যায়, তার মরণে আমার কোন সন্তোষ নেই, এই কথা সার্বভৌম মাবুদ বলেন; অতএব তোমরা মন ফিরিয়ে বাঁচ।


বস্তুত মাবুদ উঠবেন, যেমন পরাসীম পর্বতে উঠেছিলেন; তিনি ক্রোধ করবেন, যেমন গিবিয়োনের উপত্যকাতে করেছিলেন; এভাবে তিনি তাঁর কাজ, তাঁর অসম্ভব কাজ সিদ্ধ করবেন; তাঁর ব্যাপার, তাঁর বিজাতীয় ব্যাপার সম্পন্ন করবেন।


সর্বশক্তিমান! তিনি আমাদের বোধের অগম্য; তিনি পরাক্রমে মহান, তিনি ন্যায়বিচার ও ধার্মিকতার বিরুদ্ধাচরণ করেন না।


দুঃখার্ত হবার আগে আমি ভ্রান্ত ছিলাম, কিন্তু এখন তোমার কালাম পালন করছি।


আমি যে দুঃখার্ত হয়েছি, এই আমার পক্ষে উত্তম, যেন আমি তোমার বিধি শিখতে পাই।


লোকে যে দেশের বন্দীদেরকে পদতলে দলিত করে,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন