Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




বিলাপ 3:31 - কিতাবুল মোকাদ্দস

31 কেননা প্রভু চিরতরে পরিত্যাগ করবেন না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

31 কারণ প্রভু মানুষকে চিরকালের জন্য পরিত্যাগ করেন না।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

31 প্রভু পরমেশ্বর করুণার ঈশ্বর, আমাদের দূরে ঠেলে রাখবেন না চিরদিন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

31 কেননা প্রভু চিরতরে পরিত্যাগ করিবেন না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

31 ওই ব্যক্তির মনে রাখা উচিত যে প্রভু কাউকেই চিরকালের জন্য পরিত্যাগ করেন না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

31 কারণ প্রভু চিরকালের জন্য তাকে ত্যাগ করবেন না!

অধ্যায় দেখুন কপি




বিলাপ 3:31
15 ক্রস রেফারেন্স  

কারণ মাবুদ তাঁর লোকদেরকে দূর করবেন না, তাঁর অধিকার পরিত্যাগ করবেন না।


প্রভু কি চিরকালের জন্য ত্যাগ করবেন? তিনি কি আর সুপ্রসন্ন হবেন না?


আমি তাদের সঙ্গে এই নিত্যস্থায়ী নিয়ম স্থির করবো যে, তাদের প্রতি কখনও বিমুখ হব না, তাদের মঙ্গল করবো এবং তারা যেন আমাকে পরিত্যাগ না করে, এজন্য আমার প্রতি ভয় তাদের অন্তঃকরণে স্থাপন করবো।


কারণ আমি প্রতিদিন ঝগড়া করবো না, সব সময় ক্রোধ করবো না; করলে রূহ্‌ এবং আমার নির্মিত সমস্ত প্রাণী, আমার সম্মুখে মূর্চ্ছা যাবে।


কারণ মাবুদ তাঁর মহানামের গুণে তাঁর লোকদের ত্যাগ করবেন না; কেননা তোমাদের তাঁর লোক করতে মাবুদের অভিমত হয়েছে।


কে তোমার মত আল্লাহ্‌?— অপরাধ ক্ষমাকারী ও আপন অধিকারের অবশিষ্টাংশের অধর্মের ক্ষমাকারী! তিনি চিরকাল ক্রোধ রাখেন না, কারণ তিনি দয়ায় প্রীত।


এই লোকেরা কি বলেছে, তা কি তুমি টের পাও নি? তারা বলেছে, মাবুদ যে দুই গোষ্ঠীকে মনোনীত করেছিলেন, তাদেরকে অগ্রাহ্য করেছেন; এভাবে তারা আমার লোকবৃন্দকে তুচ্ছজ্ঞান করে, তাদের সম্মুখে তারা আর জাতি বলে গণ্য হয় না।


মাবুদ এই কথা বলেন, যদি উপরে আসমান পরিমাপ করা যায়, নিম্নে দুনিয়ার মূল যদি অনুসন্ধান করে পাওয়া যায়, তবে আমিও তাদের কৃত সমস্ত কাজের দরুন ইসরাইলের সমস্ত বংশকে দূর করবো, মাবুদ এই কথা বলেন।


মাবুদ এই কথা বলেন, পূর্ণশক্তি ও বহুসংখ্যক হলেও তারা অমনি ছিন্ন হবে এবং বাদশাহ্‌ অতীত হবে। হে এহুদা, আমি তোমাকে নত করেছি, আর নত করবো না।


আমরা তো নিশ্চয়ই মারা যাব এবং যা একবার ভূমিতে ঢেলে ফেললে পরে তুলে নেওয়া যায় না, এমন পানির মতই হব; পরন্তু আল্লাহ্‌ও প্রাণ হরণ করেন না, কিন্তু নির্বাসিত লোক যাতে তাঁর কাছ থেকে দূরে না থাকে, তার উপায় চিন্তা করেন।


আর এই কারণ আমি দাউদের বংশকে অবনত করবো, কিন্তু চিরকালের জন্য নয়।


তুমি দূর করে দিয়ে ও বন্দী দশায় পাঠিয়ে তার সঙ্গে ঝগড়া করলে; তিনি পূর্বীয় বায়ুর দিনে নিজের প্রবল বায়ু দ্বারা তাকে ঝেড়ে দূর করলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন