Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




বিলাপ 3:3 - কিতাবুল মোকাদ্দস

3 সত্যিই আমার বিরুদ্ধে তিনি তাঁর হাত তুলেছেন; সমস্ত দিন বারে বারে তুলেছেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

3 সত্যিই, তিনি সমস্ত দিন, বারংবার আমার বিরুদ্ধে তাঁর হাত তুলেছেন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

3 ক্ষত-বিক্ষত করেছেন বারে বারে নিষ্ঠুর আঘাতে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 সত্যই আমার বিরুদ্ধে তিনি আপন হস্ত ফিরান; সমস্ত দিন পুনঃ পুনঃ ফিরান।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 প্রভু আমাকে সারা দিন ধরে তাঁর হাত দিয়ে মারধোর করেছেন। তিনি আমাকে বারবার মারলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 অবশ্যই তিনি আমার বিরুদ্ধে ফিরে গেছেন; তিনি তাঁর হাত আমার বিরুদ্ধে সারা দিন ধরে ফিরিয়ে নেন।

অধ্যায় দেখুন কপি




বিলাপ 3:3
10 ক্রস রেফারেন্স  

কিন্তু তারা বিদ্রোহী হয়ে তাঁর পাক-রূহ্‌কে শোকাকুল করতো, তাতে তিনি ফিরে তাদের দুশমন হলেন, নিজে তাদের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন।


এই কারণে নিজের লোকদের বিরুদ্ধে মাবুদের ক্রোধে জ্বলে উঠেছেন, তিনি তাদের বিরুদ্ধে হাত বাড়িয়ে আছেন এবং তাদেরকে আঘাত করেছেন; তাই উপপর্বতগুলো কেঁপে উঠলো ও ওদের লাশ সড়কের মধ্যে জঞ্জালের মত পড়ে রইলো। এতেও তাঁর ক্রোধ নিবৃত্ত হয় নি, কিন্তু এখনও তিনি তাঁর হাত বাড়িয়েই রেখেছেন।


আর তোমার বিরুদ্ধে আমার হাত তুলব, ক্ষার দ্বারা তোমার খাদ উড়িয়ে দেব ও তোমার সমস্ত সীসা দূর করবো।


নগর-দ্বারে নিজের সহায়কে দেখতে পাওয়াতে, যদি এতিমের বিরুদ্ধে হাত তুলে থাকি;


মাবুদ তাকে মাফ করতে সম্মত হবেন না, কিন্তু সেই মানুষের উপরে তখন মাবুদের ক্রোধ ও তাঁর অন্তর্জ্বালা প্রজ্বলিত হবে এবং এই কিতাবে লেখা সমস্ত বদদোয়া তার উপরে স্থায়ী হয়ে থাকবে এবং মাবুদ আসমানের নিচে থেকে তার নাম মুছে ফেলবেন।


কেননা তোমার সমস্ত তীর আমাতে বিদ্ধ, আমার উপরে তোমার হাত নেমে এসেছে।


কারণ সর্বশক্তিমানের সমস্ত তীর আমার ভিতরে প্রবিষ্ট, আমার রূহ্‌ সেই সবের বিষ পান করছে, আল্লাহ্‌র ত্রাসদল আমার বিরুদ্ধে শ্রেণীবদ্ধ।


আমি শান্তিতে ছিলাম, তিনি আমাকে ভেঙেছেন, ঘাড় ধরে আমাকে আছাড় মেরেছেন, আমাকে তাঁর লক্ষ্য হিসেবে স্থাপন করেছেন।


হে আমার বন্ধুগণ, আমাকে কৃপা কর, কৃপা কর, কেননা আল্লাহ্‌র হাত আমাকে স্পর্শ করেছে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন