Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




বিলাপ 3:25 - কিতাবুল মোকাদ্দস

25 মাবুদ মঙ্গলস্বরূপ, তাঁর আকাঙক্ষীদের পক্ষে, তাঁর অন্বেষী প্রাণের পক্ষে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

25 যারা সদাপ্রভুর উপরে তাদের আশা রাখে, এবং যারা তাঁর অন্বেষণ করে, তিনি তাদের পক্ষে মঙ্গলময়;

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

25 যারা স্থির বিশ্বাসে করে তাঁর অন্বেষণ, পরম সদয় তিনি তাদের প্রতি, তিনি মঙ্গলময়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

25 সদাপ্রভু মঙ্গলস্বরূপ, তাঁহার আকাঙ্ক্ষীদের পক্ষে, তাঁহার অন্বেষী প্রাণের পক্ষে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

25 যে সব লোকরা প্রভুর জন্য অপেক্ষা করে, প্রভু তাদের প্রতি সদয় হন। প্রভুর কাছে যারা সাহায্য চায় তাদের প্রতি প্রভু সদয়।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

25 সদাপ্রভু তার জন্যই ভালো যে তার অপেক্ষা করে, সেই জীবনের পক্ষে যা তাকে খোঁজে।

অধ্যায় দেখুন কপি




বিলাপ 3:25
34 ক্রস রেফারেন্স  

কিন্তু যারা মাবুদের অপেক্ষা করে, তারা উত্তরোত্তর নতুন শক্তি পাবে; তারা ঈগল পাখির মত ডানা মেলে উঁচুতে উঠবে; তারা দৌড়ালে শ্রান্ত হবে না; তারা হাঁটলেও ক্লান্ত হবে না।


মাবুদের অপেক্ষায় থাক, তাঁর পক্ষে চল; তাতে তিনি তোমাকে দেশের অধিকার ভোগের জন্য উন্নত করবেন; দুষ্টদের উচ্ছেদ হলে তুমি তা দেখতে পাবে।


সেদিন লোকে বলবে, এই দেখ, ইনিই আমাদের আল্লাহ্‌; আমরা এরই অপেক্ষায় ছিলাম, ইনি আমাদেরকে নাজাত করবেন; ইনিই মাবুদ; আমরা এঁরই অপেক্ষায় ছিলাম, আমরা এঁর কৃত উদ্ধারে উল্লসিত হব, আনন্দ করবো।


মাবুদের উদ্ধারের প্রত্যাশা করা, নীরবে অপেক্ষা করা, এ-ই মঙ্গল।


মাবুদের অপেক্ষায় থাক; সাহস কর, তোমার অন্তঃকরণ সবল হোক; হ্যাঁ, মাবুদেরই অপেক্ষায় থাক।


মাবুদের কাছে নীরব হও, তাঁর অপেক্ষায় থাক; যে তার পথে কৃতকার্য হয়, তার বিষয়ে, যে ব্যক্তি কুসঙ্কল্প করে, তার বিষয়ে রুষ্ট হয়ো না।


আর সেজন্য মাবুদ তোমাদের প্রতি রহমত করার আকাঙক্ষায় অপেক্ষা করবেন, আর সেজন্য তোমাদের প্রতি করুণা করার আকাঙক্ষায় ঊর্ধ্বে থাকবেন; কেননা মাবুদ ন্যায়বিচারের আল্লাহ্‌; তারা সকলে দোয়াযুক্ত, যারা তাঁর অপেক্ষা করে।


আর তিনি তাঁর আল্লাহ্‌র খোঁজ করার জন্য আল্লাহ্‌র গৃহের সেবাকর্ম, ব্যবস্থা ও হুকুম সম্বন্ধে যে কর্মই আরম্ভ করলেন, তা সমস্ত অন্তঃকরণের সঙ্গে করে কৃতকার্য হলেন।


অতএব হে ভাইয়েরা, তোমরা প্রভুর আগমন পর্যন্ত ধৈর্য ধর। দেখ, কৃষক ভূমির বহুমূল্য ফলের অপেক্ষা করে এবং যত দিন তা প্রথম ও শেষ বর্ষা না পায়, ততদিন তার বিষয়ে ধৈর্য ধরে থাকে।


তোমরা নিজেদের জন্য ধার্মিকতার বীজ বপন কর, অটল মহব্বত অনুযায়ী শস্য কাট, নিজেদের জন্য পতিত ভূমি চাষ কর; কেননা মাবুদের খোঁজ করার সময় আছে, যে পর্যন্ত তিনি এসে তোমাদের উপর ধার্মিকতা না বর্ষান।


কারণ পুরাকাল থেকে লোকে শুনে নি, কানে অনুভব করে নি, চোখে দেখে নি যে, তোমা ভিন্ন আর কোন আল্লাহ্‌ আছেন, যিনি তাঁর অপেক্ষাকারীর পক্ষে কাজ করে থাকেন।


গিয়ে তাঁকে বললেন, হে আসা এবং হে এহুদার ও বিন্‌ইয়ামীনের লোকেরা, তোমরা আমার কথা শোন। তোমরা যতদিন মাবুদের সঙ্গে থাকবে ততদিন তিনিও তোমাদের সঙ্গে থাকবেন; আর যদি তোমরা তার খোঁজ কর তবে তিনি তোমাদেরকে তাঁর উদ্দেশ পেতে দেবেন; কিন্তু যদি তাঁকে ত্যাগ কর তবে তিনি তোমাদেরকে ত্যাগ করবেন।


মাবুদের খোঁজ কর, যখন তাঁকে পাওয়া যায়, তাঁকে ডাক, যখন তিনি কাছে থাকেন;


কেননা, হে আল্লাহ্‌, তুমিই আমার সমস্ত মানত শুনেছ, যারা তোমার নাম ভয় করে, তাদের অধিকার তাদেরকে দিয়েছ।


এখন, হে মালিক, আমি কিসের অপেক্ষা করি? তোমাতেই আমার প্রত্যাশা।


আমার অন্তর তোমাকে বললো, ‘তাঁর মুখের খোঁজ কর’; মাবুদ, আমি তোমার খোঁজ করবো।


মাবুদ মঙ্গলময় ও সরল, এজন্য তিনি গুনাহ্‌গারদের পথ দেখান।


আর হে আমার পুত্র সোলায়মান, তুমি তোমার পিতার আল্লাহ্‌কে জ্ঞাত হও এবং একাগ্র অন্তঃকরণে ও ইচ্ছুক মনে তাঁর সেবা কর; কেননা মাবুদ সমস্ত অন্তঃকরণের অনুসন্ধান করেন ও চিন্তার সমস্ত কল্পনা বোঝেন; তুমি যদি তাঁর খোঁজ কর, তবে তিনি তোমাকে তাঁর উদ্দেশ লাভ করতে দেবেন, কিন্তু যদি তাঁকে ত্যাগ কর, তবে তিনি তোমাকে চিরকালের জন্য দূর করবেন।


সুখী তারা, যারা তাঁর সমস্ত নির্দেশ পালন করে; যারা সর্বান্তঃকরণে তাঁর খোঁজ করে।


মাবুদ, আমি তোমার উদ্ধারের অপেক্ষায় রয়েছি।


এবং বেহেশত থেকে তাঁর সেই পুত্রের অর্থাৎ ঈসার অপেক্ষা করতে পার, যাঁকে তিনি মৃতদের মধ্য থেকে উঠিয়েছেন এবং যিনি আগামীতে যে গজব নেমে আসছে তা থেকে আমাদের উদ্ধার করবেন।


নম্র লোকেরা ভোজন করে তৃপ্ত হবে, যারা মাবুদের খোঁজ করে তারা তাঁর প্রশংসা করবে; তোমাদের অন্তঃকরণ চিরজীবী হোক।


এজন্য মাবুদ বলেন, তোমরা সেদিন পর্যন্ত আমার অপেক্ষায় থাক, যেদিন আমি হরণ করতে উঠবো; কেননা আমার বিচার এই; আমি জাতিদেরকে সংগ্রহ করে ও রাজ্য সকল একত্র করে তাদের উপরে আমার গজব, আমার সমস্ত ক্রোধের আগুন ঢেলে দেব; বস্তুত আমার অন্তর্জ্বালার তাপে সমস্ত দুনিয়া আগুনে পুড়ে যাবে।


রাতের বেলায় আমি প্রাণের সঙ্গে তোমার আকাঙক্ষা করেছি; হ্যাঁ, সযত্নে আমার অন্তরস্থ রূহ্‌ দ্বারা তোমার খোঁজ করবো, কেননা দুনিয়াতে তোমার বিচারগুলো প্রচলিত হলে, দুনিয়া-নিবাসীরা ধার্মিকতা শিক্ষা করবে।


তাঁর পবিত্র নামের গর্ব কর; যারা মাবুদের খোঁজ করে তাদের অন্তর আনন্দ করুক।


হে আল্লাহ্‌, আমার কাতরোক্তি শোন, আমার মুনাজাতে কান দাও।


নম্র লোকেরা তা দেখে আনন্দ করবে; আল্লাহ্‌র অন্বেষীগণ! তোমাদের হৃদয় সঞ্জীবিত হোক।


কেননা হিষ্কিয় তাদের জন্য মুনাজাত করে বলেছিলেন, পবিত্র স্থানের বিধি অনুসারে পাক-পবিত্র না হলেও যে কেউ আল্লাহ্‌র খোঁজ, তার পূর্বপুরুষদের আল্লাহ্‌ মাবুদের খোঁজ করার জন্য নিজের অন্তঃকরণ প্রস্তুত করেছে, মঙ্গলময় মাবুদ তাকে মাফ করুন।


যা হোক, আপনার মধ্যে কিছু কিছু সাধু ভাব পাওয়া গেছে; কেননা আপনি দেশ থেকে সমস্ত আশেরা-মূর্তি উচ্ছিন্ন করেছেন এবং আল্লাহ্‌র খোঁজ করার জন্য আপনার অন্তঃকরণ সুস্থির করেছেন।


কারণ পথে দুশমনদের বিরুদ্ধে আমাদের সাহায্য করবার জন্য বাদশাহ্‌র কাছে এক দল সৈন্য কিংবা ঘোড়সওয়ার চাইতে আমার লজ্জা বোধ হয়েছিল; বস্তুত আমরা বাদশাহ্‌কে এই কথা বলেছিলাম, মঙ্গলের জন্য যারা তাঁর খোঁজ করে তাদের সকলের সাথে আছে, কিন্তু যারা তাঁকে ত্যাগ করে, তাঁর পরাক্রম ও তাঁর গজব সেই সবের বিরুদ্ধে নেমে আসে।


কিন্তু আমি নিরন্তর প্রত্যাশা করবো, এবং উত্তরোত্তর তোমার আরও প্রশংসা করবো।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন