Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




বিলাপ 3:19 - কিতাবুল মোকাদ্দস

19 আমি স্মরণ করলাম আমার দুঃখ ও আমার দুর্দশা, নাগদানা ও বিষ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

19 আমি আমার কষ্ট ও অস্থির বিচরণ স্মরণ করি, আমার তিক্ততা ও পিত্তের কথা।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

19 নিরাশ্রয়, ছন্নছাড়া অবস্থা আমার, এ চিন্তা তিক্ত বিষের সমান,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

19 স্মরণ কর আমার দুঃখ ও আমার দুর্দ্দশা নাগদানা ও বিষ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

19 আমার যন্ত্রণা এবং আমার উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়ানো মনে রাখবেন। যে শাস্তি আপনি আমায় দিয়েছিলেন তা মনে রাখবেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

19 মনে কর আমার দুঃখ ও আমার বিপথে যাওয়া, তেতো রস এবং বিষ।

অধ্যায় দেখুন কপি




বিলাপ 3:19
9 ক্রস রেফারেন্স  

তিনি আমাকে তিক্ততায় পূর্ণ করেছেন, আমাকে নাগদানায় পূরিত করেছেন।


তিনি আমাকে অবরোধ করেছেন, এবং তিক্ততা ও কষ্ট দ্বারা আমাকে বেষ্টন করেছেন;


এজন্য বাহিনীগণের মাবুদ, ইসরাইলের আল্লাহ্‌, এই কথা বলেন, দেখ, আমি এই লোকদেরকে নাগদানা ভোজন করাব, বিষবৃক্ষের রস পান করাব।


হে মাবুদ, তুমি দাউদের পক্ষে তাঁর সমস্ত কষ্ট স্মরণ কর।


হে মালিক, তোমার গোলামদের প্রতি কৃত তিরস্কার স্মরণ কর, আমি বলবান জাতিগুলোর তিরস্কার নিজের বক্ষঃস্থলে বহন করি।


স্মরণ কর, আমি কেমন ক্ষণস্থায়ী; তুমি মানুষকে কেমন অসারতার জন্য সৃষ্টি করেছ!


স্মরণ কর, আমার জীবন শ্বাসমাত্র, আমার চোখ আর মঙ্গল দেখতে পাবে না;


অতএব, হে আমাদের আল্লাহ্‌, মহান, বিক্রমশালী ও ভয়ঙ্কর আল্লাহ্‌, তুমি নিয়ম পালন ও অটল মহব্বত প্রকাশ করে থাক; আসেরিয়া-বাদশাহ্‌দের সময় থেকে আজ পর্যন্ত আমাদের উপরে, আমাদের বাদশাহ্‌দের, কর্মকর্তাদের, ইমামদের, নবীদের, পূর্বপুরুষদের ও তোমার সকল লোকের উপরে যে সমস্ত দুঃখ-কষ্ট ঘটছে, সেসব তোমার দৃষ্টিতে ক্ষুদ্র মনে না হোক।


আমরা কেন বলে থাকি? এসো আমরা একত্র হয়ে প্রাচীরবেষ্টিত নগরে নগরে প্রবেশ করি, সেখানে ধ্বংস হই; কেননা আমাদের আল্লাহ্‌ মাবুদ আমাদেরকে ধ্বংসের পাত্র করলেন ও বিষবৃক্ষের রস পান করালেন, কারণ আমরা মাবুদের বিরুদ্ধে গুনাহ্‌ করেছি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন