Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




বিলাপ 1:21 - কিতাবুল মোকাদ্দস

21 লোকে আমার দীর্ঘনিশ্বাস শুনতে পেয়েছে; আমার সান্ত্বনাকারী কেউ নেই; আমার দুশমনরা সকলে আমার অমঙ্গলের কথা শুনেছে; তারা আমোদ করছে, কেননা তুমিই তা করেছ; তুমি নিজের ঘোষিত দিন উপস্থিত করবে, তখন তারা আমার সমান হবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

21 “লোকেরা আমার আর্তনাদ শুনেছে, কিন্তু আমাকে সান্ত্বনা দেওয়ার কেউই নেই। আমার প্রতিটি শত্রু আমার দুর্দশার কথা শুনেছে; তুমি যা করেছ, তার জন্য তারা উল্লসিত। তোমার ঘোষিত সেদিনকে তুমি নিয়ে এসো, যাতে তাদের অবস্থাও যেন আমারই মতো হয়।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

21 হে প্রভু, শোন আমার আর্ত বিলাপ, কেউ নেই যে দিতে পারে আমায় সান্ত্বনা, শত্রুরা হাসছে আমার দুর্দশায়, কারণ তারা জানে তুমিই এনেছ আমার এই ভাগ্যের বিপর্যয়। প্রতিশ্রুতি পালন কর হে ঈশ্বর, আমারই মত আমার শত্রুরাও করুক চরম যন্ত্রণাভোগ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

21 লোকে আমার দীর্ঘনিঃশ্বাস শুনিতে পাইয়াছে; আমার সান্ত্বনাকারী কেহ নাই; আমার শত্রুরা সকলে আমার অমঙ্গলের কথা শুনিয়াছে; তাহারা আমোদ করিতেছে, কেননা তুমিই ইহা করিয়াছ; তুমি নিজ প্রচারিত দিন উপস্থিত করিবে, তখন তাহারা আমার সমান হইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

21 “আমার বিলাপ শুনুন! আমাকে সান্তনা দেবার কেউ নেই। আমার সমস্ত শত্রুরা আমার দুর্দশা সম্পর্কে শুনেছে। তারা খুশী যে আপনি আমাকে এমন করেছেন। আপনি বলেছিলেন যে শাস্তির একটা সময় থাকবে। আপনি বলেছিলেন যে আপনি আমার শত্রুদের শাস্তি দেবেন। এখন আপনি যে সবগুলো বলেছিলেন সেগুলো করুন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

21 লোকে আমার আর্তনাদ শুনতে পায়; আমার সান্ত্বনাকারী কেউ নেই; আমার শত্রুরা সবাই আমার দুর্দশার কথা শুনেছে; তারা আনন্দ করছে, কারণ তুমিই এটা করেছ; তুমি তোমার প্রচারের দিন উপস্থিত করবে এবং তারা আমার সমান হবে।

অধ্যায় দেখুন কপি




বিলাপ 1:21
37 ক্রস রেফারেন্স  

জেরুশালেম অতিশয় গুনাহ্‌ করেছে, এজন্য ঘৃণাস্পদ হল; যারা তাকে সম্মান করতো, তারা তাকে তুচ্ছ করছে, কারণ তার উলঙ্গতা দেখতে পেয়েছে; সে নিজেও দীর্ঘনিশ্বাস ত্যাগ করছে, মুখ পিছনে ফিরাচ্ছে।


যেসব লোক তোমার কাছ দিয়ে যায়, তারা তোমার দিকে হাততালি দেয়; তারা শিশ দিয়ে জেরুশালেম-কন্যার দিকে মাথা নেড়ে বলে, এ কি সেই নগর, যা ‘পরম সৌন্দর্যের স্থল’ ও ‘সমস্ত দুনিয়ার আনন্দ-স্থল’ নামে আখ্যাত ছিল?


তাদের সমস্ত নাফরমানী তোমার দৃষ্টিগোচর হোক; তুমি আমার সমস্ত অধমের জন্য আমার প্রতি যেরকম করেছ, তাদের প্রতিও সেরকম কর, কেননা আমার দীর্ঘনিশ্বাস বেশি ও আমার অন্তর মূর্চ্ছিত।


এই কারণে আমি কান্নাকাটি করছি; আমার চোখ, আমার চোখ পানির ঝর্ণা হয়েছে; কেননা সান্ত্বনাকারী, যিনি আমার প্রাণ ফিরিয়ে আনবেন, তিনি আমা থেকে দূরে গেছেন; আমার বালকেরা এতিম, কারণ দুশমন বিজয়ী হয়েছে।


ওহে তোমরা, যারা আমার অধিকার লুট করছো, তোমরা তো আনন্দ ও উল্লাস করছো, শস্য-মাড়াইকারিণী গাভীর মত নাচানাচি করছো, তেজস্বী ঘোড়ার মত হ্রেষা শব্দ করছো;


তবুও তারা আমার পদস্খলনে আনন্দিত হল ও সকলে একত্র হল; অধম লোকেরা আমার অজ্ঞাতসারে আমার বিরুদ্ধে একত্র হল, তারা আমাকে বিদীর্ণ করলো, ক্ষান্ত হল না।


সিয়োনের রাস্তাগুলো শোক করছে, কারণ কেউ ঈদে আসে না; তার সমস্ত দ্বার শূন্য; তার ইমামেরা দীর্ঘনিশ্বাস ত্যাগ করে; তার কুমারীরা ক্লিষ্টা, সে নিজে কষ্ট পাচ্ছে।


সে রাতের বেলা ভীষণ কান্নাকাটি করে; তার গণ্ডে অশ্রু পড়ছে; তার সমস্ত প্রেমিকের মধ্যে এমন এক জনও নেই যে, তাকে সান্ত্বনা দেবে; তার বন্ধুরা সকলে তাকে প্রবঞ্চনা করেছে, তারা তার দুশমন হয়ে উঠেছে।


আর আমি ব্যাবিলনকে ও কল্‌দীয় দেশ-নিবাসী সকলকে তাদের সেসব দুষ্কর্মের প্রতিফল দেব, যা তারা সিয়োনে তোমাদের চোখের সম্মুখে করেছে, মাবুদ এই কথা বলেন।


সে যেরকম ব্যবহার করতো, তোমরাও তার প্রতি সেরকম ব্যবহার কর; আর তার কাজ অনুসারে দ্বিগুণ, দ্বিগুণ প্রতিফল তাকে দাও; সে যে পাত্রে পানীয় প্রস্তুত করতো, সেই পাত্রে তার জন্য দ্বিগুণ পরিমাণে পানীয় প্রস্তুত কর।


সমারোহ, সমারোহ দণ্ডাজ্ঞার উপত্যকায়! কেননা দণ্ডাজ্ঞার উপত্যকায় মাবুদের দিন সন্নিকট।


হে মানুষের সন্তান, জেরুশালেমের বিষয়ে টায়ার বলেছে, ‘বাহবা, জাতিদের তোরণদ্বার ভেঙ্গে গেছে; সে আমার দিকে ফিরেছে; আমি পূর্ণা হব, সে তো উচ্ছিন্ন হয়েছে;


ব্যাবিলন যেমন ইসরাইলের নিহতদেরকে নিপাত করেছে, সেরকম দেশের সমস্ত নিহতরা ব্যাবিলনে পড়ে থাকবে।


হে অহংকার, প্রভু, বাহিনীগণের মাবুদ বলেন, দেখ, আমি তোমার বিপক্ষ, কেননা তোমার সেদিন উপস্থিত, যেদিন আমি তোমাকে প্রতিফল দেব।


তোমরা ব্যাবিলনের বিরুদ্ধে ধনুর্ধ্বারীদের, ধনুকে চাড়াদায়ী সকলকে, আহ্বান কর; চারদিকে তার বিরুদ্ধে শিবির স্থাপন কর, কাউকেও রক্ষা পেতে দিও না; তার কাজ অনুসারে ফল তাকে দাও; সে যা যা করেছে, তার প্রতি সেই অনুসারে কর; কেননা সে মাবুদের বিরুদ্ধে, ইসরাইলের পবিত্রতমের বিরুদ্ধে, অহংকার করেছে।


তার চারদিকে সিংহনাদ কর— সে আত্মসমর্পণ করেছে, তার ভিত্তিগুলো পড়ে গেছে, তার প্রাচীরগুলো উৎপাটিত হয়েছে; কেননা এ মাবুদের প্রতিশোধ গ্রহণ; তোমরা ওর প্রতিশোধ নাও; সে যেমন করেছে, তার প্রতি তেমনি কর।


ইসরাইল কি তোমার পরিহাস পাত্র ছিল না? সে কি চোরের মধ্যে ধরা পড়েছিল? তুমি তার বিষয় যতবার কথা বল, ততবার মাথা নেড়ে থাক।


অতএব যারা তোমাকে গ্রাস করে, তাদের সকলকে গ্রাস করা হবে; তোমার দুশমনদের সকলেই বন্দীদশার স্থানে যাবে; এবং যারা তোমার সম্পত্তি লুট করে, তারা লুণ্ঠিত হবে; ও যারা তোমার দ্রব্য হরণ করে, তাদের দ্রব্য আমি হরণ করাব।


কেননা আমি বললাম, পাছে ওরা আমার বিষয়ে আনন্দ করে, আমার চরণ টললেই আমার বিপক্ষে অহংকার করে।


প্রভু তাকে উপহাস করবেন, কেননা তিনি দেখেন, তার দিন আসছে। দুষ্টেরা তলোয়ার কোষমুক্ত করেছে ও ধনুক আকর্ষণ করেছে,


মাবুদ দুষ্টদের দণ্ড ভেঙ্গে দিয়েছেন, শাসনকর্তাদের রাজদণ্ড ভেঙ্গে ফেলেছেন।


সে ক্রোধে লোকদেরকে আঘাত করতো, আঘাত করতে ক্ষান্ত হত না, সে কোপে জাতিদেরকে শাসন করতো, অবিরাম তাড়না করতো।


তোমার সমস্ত দুশমন তোমার বিরুদ্ধে মুখ খুলে হ্যাঁ, করেছে, তারা শিস দিয়ে দাঁত ঘর্ষণ করে, বলে, আমরা তাকে গ্রাস করলাম, এটি অবশ্য সেদিন, যার আকাঙ্খা করতাম; আমরা পেলাম, দেখলাম।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন