বিলাপ 1:15 - কিতাবুল মোকাদ্দস15 প্রভু আমার মধ্যস্থিত আমার সমস্ত বীরকে নগণ্য করেছেন, তিনি আমার যুবকদেরকে ভেঙ্গে ফেলবার জন্য আমার বিপরীতে সভা আহ্বান করেছেন, প্রভু এহুদা-কুমারীকে আঙ্গুরকুণ্ডে মাড়াই করেছেন। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ15 “আমার মধ্যে যেসব যোদ্ধা ছিল, প্রভু তাদের অগ্রাহ্য করেছেন; তিনি আমার বিরুদ্ধে এক সৈন্যদল তলব করেছেন, যেন আমার যুবকদের চূর্ণ করেন। প্রভু তাঁর আঙুর মাড়াই-কল, কুমারী-কন্যা যিহূদাকে মর্দন করেছেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 বিক্রমশালী যোদ্ধারা আমার জর্জরিত প্রভু পরমেশ্বরের চরম অবহেলায়, তাঁর আদেশে শত্রুর বিরাট সৈন্যবাহিনী নগরীর তরুণদের করেছে বিপর্যস্ত, দলিত দ্রাক্ষার মত পেষণ যন্ত্রে যিহুদীয়ার কুমারী কন্যাদের পিষ্ট করেছেন প্রভু। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 প্রভু আমার মধ্যস্থিত আমার সমস্ত বীরকে নগণ্য করিয়াছেন, তিনি আমার যুবকগণকে ভগ্ন করিবার জন্য আমার বিপরীতে সভা আহ্বান করিয়াছেন, প্রভু যিহূদা-কুমারীকে দ্রাক্ষাকুণ্ডে মর্দ্দন করিয়াছেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল15 প্রভু আমার অধীনস্থ সমস্ত শক্তিশালী সৈন্যদের সরিয়ে দিয়েছেন। ঐসব সৈন্যরা শহরের মধ্যে ছিল। তারপর প্রভু একটি উৎসব করলেন। আমার যুবক সৈন্যদের হত্যা করার জন্য তিনি ঐসব তীর্থ যাত্রীদের পাঠালেন। দ্রাক্ষারস তৈরীর জন্য যেমন একজন দ্রাক্ষা দলিত করে তেমনিভাবে প্রভু তাঁর প্রিয়তম শহরকে পিষে ফেলেছেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী15 প্রভু আমার মাঝে থাকা আমার সব বীরকে পরাজিত করেছেন যারা আমাকে রক্ষা করেছেন, তিনি আমার শক্তিশালী যুবকদেরকে ধ্বংস করার জন্য আমার বিরুদ্ধে সভা ডেকেছেন, প্রভু যিহূদার কুমারীকে আঙ্গুর পেষণ যন্ত্রে পায়ে দলিত করেছেন। অধ্যায় দেখুন |