বিলাপ 1:13 - কিতাবুল মোকাদ্দস13 তিনি ঊর্ধ্বলোক থেকে আমার অস্থিচয়ের মধ্যে আগুন পাঠিয়েছেন, তিনি আমার পায়ের নিমিত্ত জাল পেতেছেন, আমার মুখ পিছনে ফিরিয়েছেন, আমাকে অনাথা ও সমস্ত দিন মূর্চ্ছাপন্না করেছেন। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ13 “ঊর্ধ্ব থেকে তিনি অগ্নিপ্রদাহ প্রেরণ করেছেন, তিনি তা প্রেরণ করেছেন আমার হাড়গুলির মধ্যে। আমার পা দুটির জন্য তিনি জাল পেতেছেন এবং আমাকে পিছন-পানে ঘুরিয়ে দিয়েছেন, তিনি আমাকে জনশূন্য করেছেন, যে সমস্ত দিন মূর্ছিত হয়ে পড়ে থাকে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 অগ্নিবর্ষণে তিনি দগ্ধ করেছেন আমার অস্থি মেদ-মজ্জা, ফাঁদ পেতে আমায় করেছেন ধরাশায়ী, তারপর নিরন্তর যাতনার মাঝে করেছেন পরিহার। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 তিনি ঊর্দ্ধলোক হইতে আমার অস্থিচয়ের মধ্যে অগ্নি পাঠাইয়াছেন, তাহা সে সকল পরাভব করিতেছে; তিনি আমার চরণের নিমিত্ত জাল পাতিয়াছেন, আমার মুখ পিছনে ফিরাইয়াছেন, আমাকে অনাথা ও সমস্ত দিন মূর্চ্ছাপন্না করিয়াছেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 প্রভু ওপর থেকে আগুন পাঠালেন। ওই আগুন আমার হাড় ভেদ করে চলে গেল। তিনি আমার চলার পথে একটি জাল বিছিয়ে দিয়ে পথের চারিদিকে আমাকে ঘোরালেন। তিনি আমাকে পরিত্যক্ত দেশে রূপান্তরিত করলেন। আমি সারাদিন অসুস্থ। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী13 তিনি উপর থেকে আমার হাড়ের মধ্যে আগুন পাঠিয়েছেন এবং তাদের ওপরে সে জয়লাভ করেছে। তিনি আমার পায়ের জন্য জাল পেতেছেন এবং আমাকে পিছনে ফিরিয়েছেন, আমাকে সর্বদা নিঃসঙ্গ ও দুর্বল করেছে। অধ্যায় দেখুন |