বিচারকর্তৃগণ 9:8 - কিতাবুল মোকাদ্দস8 একদিন গাছেরা তাদের উপরে এক জন বাদশাহ্কে অভিষেক করার জন্য তার খোঁজ করতে বের হল। তারা জলপাই গাছকে বললো, তুমি আমাদের উপরে রাজত্ব কর। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ8 একদিন গাছেরা তাদের জন্য একজন রাজাকে অভিষিক্ত করতে গেল। তারা জলপাই গাছকে বলল, ‘তুমি আমাদের রাজা হও।’ অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 একদিন গাছেরা ঠিক করল যে তারা তাদের মধ্যে থেকে একজনকে রাজপদে অভিষিক্ত করবে। তারা তখন জলপাই গাছকে বলল, তুমি আমাদের রাজা হও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 একদা বৃক্ষগণ আপনাদের উপরে অভিষেক করণার্থে রাজার অন্বেষণে গমন করিল। তাহারা জিতবৃক্ষকে কহিল, তুমি আমাদের উপরে রাজত্ব কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 “একদা বনের সমস্ত গাছপালা ভাবল জলপাই গাছ হোক্ না তাদের রাজা। সেই মতো তারা জলপাই গাছকে বলল, ‘তুমি আমাদের ওপর রাজত্ব কর।’ অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী8 একবার বৃক্ষেরা নিজেদের উপরে অভিষেক করার জন্য রাজার খোঁজে গেল। তারা জিতবৃক্ষকে বলল, তুমি আমাদের উপরে রাজত্ব কর। অধ্যায় দেখুন |