Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




বিচারকর্তৃগণ 9:50 - কিতাবুল মোকাদ্দস

50 পরে আবিমালেক তেবেসে গমন করলো ও তেবেসের বিরুদ্ধে শিবির স্থাপন করে তা অধিকার করলো।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

50 এরপর অবীমেলক তেবেসে গেল এবং সেটি অবরুদ্ধ করে তা দখল করে নিল।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

50 এর পর অবিমেলেক থেবেস অবরোধ করে দখল করে নিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

50 পরে অবীমেলক তেবেসে গমন করিল, ও তেবেসের বিরুদ্ধে শিবির স্থাপন করিয়া তাহা হস্তগত করিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

50 তারপর সদলবলে অবীমেলক তেবস শহরে গেলেন। তারা শহরটি দখল করল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

50 পরে অবীমেলক তেবেসে চলে গেল, ও তেবেসের বিরুদ্ধে শিবির তৈরী করে তা দখল করল।

অধ্যায় দেখুন কপি




বিচারকর্তৃগণ 9:50
4 ক্রস রেফারেন্স  

তাতে সমস্ত লোক প্রত্যেকে একটি করে ডাল কেটে নিয়ে আবিমালেকের পিছনে পিছনে চললো; পরে সেসব ডাল ঐ দৃঢ় গৃহের দেওয়ালে রেখে সেই গৃহে আগুন লাগিয়ে দিল; এভাবে শিখিমের উচ্চগৃহে থাকা সমস্ত লোকও মারা গেল; তারা স্ত্রী ও পুরুষ অনুমান এক হাজার লোক ছিল।


কিন্তু ঐ নগরের মধ্যে সুরক্ষিত একটি উচ্চগৃহ ছিল, অতএব সমস্ত পুরুষ ও স্ত্রী এবং নগরের সকল গৃহস্থ পালিয়ে তার মধ্যে গিয়ে দ্বার রুদ্ধ করে উচ্চগৃহের ছাদের উপরে উঠলো।


যিরূব্বেশতের পুত্র আবিমালেককে কে আঘাত করেছিল? তেবেষে একটা স্ত্রীলোক যাঁতার একখানা উপরের পাট প্রাচীর থেকে তার উপরে ফেলে দিলে সে কি তাতেই মারা পরে নি? তোমরা কেন প্রাচীরের এত কাছে গিয়েছিলে? তা হলে তুমি বলবে, আপনার গোলাম হিট্টিয় ঊরিয়ও মারা পড়েছে।


পরে অম্রি ও তাঁর সঙ্গে সমস্ত ইসরাইল গিব্বথোন থেকে যাত্রা করে তির্সা অবরোধ করলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন