বিচারকর্তৃগণ 9:45 - কিতাবুল মোকাদ্দস45 আর আবিমালেক সারা দিন ধরে ঐ নগরের বিরুদ্ধে যুদ্ধ করলো; আর নগর অধিকার করে সেই স্থানের লোকদেরকে হত্যা করলো এবং নগর সমভূমি করে তার উপরে লবণ ছড়িয়ে দিল। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ45 সারাটি দিন ধরে ততক্ষণ অবীমেলক সেই নগরের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে গেল যতক্ষণ না সে সেটি দখল করে সেখানকার সব লোককে বধ করল। পরে সে নগরটি ধ্বংস করে সেটির উপর লবণ ছড়িয়ে দিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)45 সারা দিন নগরের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে অবশেষে অবিমেলেক নগরটি দখল করল এবং সেখানকার সমস্ত লোককে হত্যা করল। তারপর নগরটি ধূলিসাৎ করে জায়গাটা লবণে ভরে দিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)45 আর অবীমেলক সেই সমস্ত দিন ঐ নগরের বিরুদ্ধে যুদ্ধ করিল; আর নগর হস্তগত করিয়া তথাকার লোকদিগকে বধ করিল, এবং নগর সমভূমি করিয়া তাহার উপরে লবণ ছড়াইয়া দিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল45 সারাদিন ধরে অবীমেলক শিখিমের সঙ্গে লড়াই করলেন। অবীমেলক শিখিম দখল করলেন আর সেখানকার লোকদের হত্যা করলেন। তারপর তিনি শহরটিকে তছনছ করে তার ওপর লবণ ছিটিয়ে দিলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী45 আর অবীমেলক সেই সব দিন ঐ নগরের বিরুদ্ধে যুদ্ধ করল; আর নগর অধিকার করে সেখানকার লোকদেরকে হত্যা করল এবং নগর সমভূমি করে তার ওপরে লবণ ছড়িয়ে দিল। অধ্যায় দেখুন |