বিচারকর্তৃগণ 9:4 - কিতাবুল মোকাদ্দস4 আর তারা বাল্-বরীতের মন্দির থেকে তাকে সত্তর (থান) রূপা বেতন দিল; তাতে আবিমালেক অসার ও চপলমতি লোকদেরকে ঐ রূপা বেতন দিলে তারা তার অনুগামী হল। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ4 তারা বায়াল-বরীতের মন্দির থেকে সত্তর শেকল রুপো এনে অবীমেলককে উপহার দিল, এবং অবীমেলক বেপরোয়া ও নীচমনা কিছু লোককে ভাড়া করার জন্য সেই রুপো ব্যবহার করল, ও তারা তার অনুগামী হল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 তারা বেরিথ দেবের মন্দির থেকে সত্তরটি রূপোর বাট তাকে উপহার দিল। অবিমেলেক তা দিয়ে নিষ্কর্মা ও বেপরোয়া কিছু লোককে ভাড়া করল। এদের সঙ্গে নিয়ে অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 আর তাহারা বাল্-বরীতের মন্দির হইতে তাহাকে সত্তর [থান] রৌপ্য দিল; তাহাতে অবীমেলক অসার ও চপলমতি লোকদিগকে ঐ রৌপ্য বেতন দিলে তাহারা তাহার অনুগামী হইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 তারা তাকে 70 খানা রূপোর খণ্ড দান করল। তারা বাল-বরীতের মন্দির থেকে এইসব রূপো এনেছিল। সেই রূপো দিয়ে অবীমেলক কিছু লোক ভাড়া করলেন। এই লোকগুলো ছিল অপদার্থ, বেপরোয়া ধরণের। অবীমেলক যেখানেই যেতেন তারাও তার সঙ্গে সঙ্গে যেত। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 আর তারা বাল্-বরীতের মন্দির থেকে তাঁকে সত্তর [থান] রূপা দিল; তাতে অবীমেলক অসার ও উৎশৃঙ্খল লোকদেরকে ঐ রূপার বেতন দিলে তারা তাঁর অনুগামী হল। অধ্যায় দেখুন |