বিচারকর্তৃগণ 9:19 - কিতাবুল মোকাদ্দস19 আজ যদি তোমরা যিরুব্বাল ও তাঁর কুলের প্রতি সত্য ও যথার্থ আচরণ করে থাক, তবে আবিমালেকের বিষয়ে আনন্দ কর এবং সেও তোমাদের বিষয়ে আনন্দ করুক। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ19 অতএব তোমরা কি আজ যিরুব্বায়াল ও তাঁর পরিবারের প্রতি সম্মানজনক ও যথার্থ আচরণ করেছ? যদি তা করে থাকো, তবে অবীমেলককে নিয়ে তোমরা আনন্দ করো, এবং সেও তোমাদের নিয়ে আনন্দ করুক! অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 তোমরা যদি মনে কর যে গিদিয়োন ও তাঁর পরিবারের প্রতি ন্যায়সঙ্গত ও বিশ্বস্ত আচরণ করেছ তাহলে অবিমেলেককে নিয়ে তোমরা সুখী হও এবং সেও তোমাদের নিয়ে খুশী হোক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 —অদ্য যদি তোমরা যিরুব্বালের ও তাঁহার কুলের প্রতি সত্য ও যথার্থ আচরণ করিয়া থাক, তবে অবীমেলকের বিষয়ে আনন্দ কর, এবং সেও তোমাদের বিষয়ে আনন্দ করুক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 তাই বলছি যিরুব্বাল ও তাঁর পরিবারের প্রতি সত্যিই যদি তোমরা যথার্থ ব্যবহার করে থাকো, তাহলে অবীমেলককে রাজা হিসেবে পেয়ে তোমরা সুখী হও। সেও তোমাদের নিয়ে সুখী হোক্। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী19 আজ যদি তোমরা যিরুব্বালের ও তাঁর কুলের প্রতি সত্য ও যথার্থ আচরণ করে থাক, তবে অবীমেলকের বিষয়ে আনন্দ কর এবং সেও তোমাদের বিষয় আনন্দ করুন। অধ্যায় দেখুন |