বিচারকর্তৃগণ 8:28 - কিতাবুল মোকাদ্দস28 এভাবে মাদিয়ান বনি-ইসরাইলদের সম্মুখে নত হল, আর মাথা তুলতে পারল না। আর গিদিয়োনের সময়ে চল্লিশ বছর দেশ বিশ্রাম ভোগ করলো। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ28 এইভাবে মিদিয়ন ইস্রায়েলীদের কাছে বশীভূত হল এবং আর কখনও তারা মাথা তুলে দাঁড়াতে পারেনি। গিদিয়োনের জীবনকালে দেশে চল্লিশ বছর শান্তি বজায় ছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)28 এইভাবে মিদিয়নীরা ইসরায়েলীদের দ্বারা পরাজিত হল, তারা আর মাথা তুলতে পারল না। গিদিয়োনের আমলে চল্লিশ বছর দেশে শান্তি বজায় ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)28 এইরূপে মিদিয়ন ইস্রায়েল-সন্তানগণের সম্মুখে নত হইল, আর মাথা তুলিতে পারিল না। আর গিদিয়োনের সময়ে চল্লিশ বৎসর দেশ নিষ্কন্টকে রহিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল28 মিদিয়নদের বাধ্য হয়েই ইস্রায়েলীয়দের প্রভুত্ব মেনে নিতে হল। ওরা আর কোন অশান্তি করল না। 40 বছর ধরে দেশে শান্তি ছিল। যতদিন গিদিয়োন বেঁচেছিলেন ততদিন পর্যন্ত শান্তি ছিল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী28 এই ভাবে মিদিয়ন ইস্রায়েলীয়দের সামনে নত হল, আর মাথা তুলতে পারল না। আর গিদিয়োনের দিনের চল্লিশ বৎসর দেশ শান্তিতে থাকল। অধ্যায় দেখুন |