Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




বিচারকর্তৃগণ 8:23 - কিতাবুল মোকাদ্দস

23 তখন গিদিয়োন বললেন, আমি তোমাদের উপরে কর্তৃত্ব করবো না এবং আমার পুত্রও তোমাদের উপরে কর্তৃত্ব করবে না; মাবুদই তোমাদের উপরে কর্তৃত্ব করবেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

23 কিন্তু গিদিয়োন তাদের বললেন, “আমি তোমাদের উপর রাজত্ব করব না, আমার ছেলেও করবে না। সদাপ্রভুই তোমাদের উপর রাজত্ব করবেন।”

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

23 গিদিয়োন বললেন, তোমাদের উপর আমি রাজত্ব করব না, আমার ছেলেও না। একমাত্র পরমেশ্বরই হবেন তোমাদের রাজা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

23 তখন গিদিয়োন কহিলেন, আমি তোমাদের উপরে কর্ত্তৃত্ব করিব না, এবং আমার পুত্রও তোমাদের উপরে কর্ত্তৃত্ব করিবে না; সদাপ্রভুই তোমাদের উপরে কর্ত্তৃত্ব করিবেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

23 কিন্তু গিদিয়োন বললেন, “স্বয়ং প্রভুই তোমাদের রাজা। আমি বা আমার পুত্র তোমাদের শাসন করব না।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

23 তখন গিদিয়োন বললেন, আমি তোমাদের ওপরে কর্তৃত্ব করব না এবং আমার ছেলেও তোমাদের ওপরে কর্তৃত্ব করবে না; সদাপ্রভুই তোমাদের ওপরে কর্তৃত্ব করবেন।

অধ্যায় দেখুন কপি




বিচারকর্তৃগণ 8:23
14 ক্রস রেফারেন্স  

কেননা মাবুদ আমাদের বিচারকর্তা, মাবুদ আমাদের ব্যবস্থাপক, মাবুদ আমাদের বাদশাহ্‌, তিনিই আমাদের নাজাত করবেন।


পরে যখন তোমরা দেখলে অম্মোণ সন্তানদের বাদশাহ্‌ নাহশ তোমাদের বিরুদ্ধে বের হয়ে আসছে, তখন, তোমাদের আল্লাহ্‌ মাবুদ তোমাদের বাদশাহ্‌ থাকতেও তোমরা আমাকে বললে, না, আমাদের উপরে এক জন বাদশাহ্‌ রাজত্ব করুন।


কিন্তু তোমরা আজ তোমাদের আল্লাহ্‌কে, যিনি সমস্ত দুর্দশা ও সঙ্কট থেকে তোমাদের নিস্তার করে আসছেন, তাঁকেই অগ্রাহ্য করলে এবং তাঁকে বললে যে, আমাদের উপরে এক জন বাদশাহ্‌ নিযুক্ত কর; অতএব তোমরা এখন স্ব স্ব বংশ ও স্ব স্ব গোষ্ঠী অনুসারে মাবুদের সাক্ষাতে উপস্থিত হও।


আমরা যে তোমাদের ঈমানের উপরে প্রভুত্ব করি এমন নয়, বরং তোমাদের আনন্দের সহকারী হই; কারণ ঈমানেই তোমরা দাঁড়িয়ে আছ।


তোমার অধীনস্থ লোকদের উপর প্রভুত্ব করো না কিন্তু পালের আদর্শ হয়েই দায়িত্ব পালন কর।


তাতে লোকেরা, গিলিয়— দের নেতৃবর্গ, পরষ্পর বললো, অম্মোনীয়দের সঙ্গে যুদ্ধ কোন ব্যক্তি আরম্ভ করবে? সে গিলিয়দ-নিবাসী সমস্ত লোকের প্রধান হবে।


আর মাবুদ যখন তাদের জন্য কাজীদের উৎপন্ন করতেন, তখন মাবুদ বিচারকর্তার সঙ্গে সঙ্গে থেকে বিচারকর্তার সমস্ত জীবনকালে দুশমনদের হাত থেকে তাদেরকে রক্ষা করতেন, কারণ জুলুম ও নির্যাতনকারীদের সমক্ষে তাদের কাতরোক্তির দরুন মাবুদ করুণাবিষ্ট হতেন।


তুমি যাদের উপরে কখনও কর্তৃত্ব কর নি ও তোমার নাম যাদের উপরে কীর্তিত হয় নি, আমরা তাদের সমান হয়েছি।


পরে ইসরাইলের লোকেরা গিদিয়োনকে বললো, আপনি পুত্রপৌত্রাদি ক্রমে আমাদের উপরে কর্তৃত্ব করুন, কেননা আপনি আমাদেরকে মাদিয়ানের হাত থেকে নিস্তার করেছেন।


মাবুদ অনন্তকালীন বাদশাহ্‌; জাতিরা তাঁর দেশ থেকে ধ্বংস হয়ে গেছে।


ইসরাইল তাঁর নির্মাণকর্তাতে আনন্দ করুক, সিয়োন-সন্তানেরা নিজেদের বাদশাহ্‌তে উল্লসিত হোক।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন