Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




বিচারকর্তৃগণ 8:1 - কিতাবুল মোকাদ্দস

1 পরে আফরাহীমের লোকেরা তাঁকে বললো, তুমি মাদিয়ানের সঙ্গে যুদ্ধ করতে যাবার সময় আমাদের কেন আহ্বান কর নি? আমাদের প্রতি এ কেমন ব্যবহার করলে? এভাবে তারা তাঁর সঙ্গে ভীষণ ঝগড়া করলো।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

1 ইত্যবসরে ইফ্রয়িমীয়েরা গিদিয়োনকে জিজ্ঞাসা করল, “আপনি আমাদের সঙ্গে এরকম ব্যবহার করলেন কেন? মিদিয়নের বিরুদ্ধে যুদ্ধ করতে যাওয়ার সময় আপনি আমাদের ডাকলেন না কেন?” আর তারা গিদিয়োনের সঙ্গে তীব্র বাদানুবাদ করল।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

1 ইফ্রয়িম গোষ্ঠীর লোকেরা এসে গিদিয়োনের সঙ্গে খুব রাগারাগি করে বলল, মিদিয়নীদের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার সময় কেন তুমি আমাদের ডাকলে না? কেন তুমি আমাদের সঙ্গে এ রকম করলে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 পরে ইফ্রয়িমের লোকেরা তাঁহাকে কহিল, তুমি মিদিয়নের সহিত যুদ্ধ করিতে যাইবার সময়ে আমাদিগকে যে আহ্বান কর নাই, আমাদের প্রতি এ কেমন ব্যবহার করিলে? এইরূপে তাহারা তাঁহার সহিত অত্যন্ত বিবাদ করিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 ইফ্রয়িমের লোকরা গিদিয়োনের উপর রেগে গেল। গিদিয়োনকে দেখতে পেয়ে তারা জিজ্ঞাসা করল, “আমাদের সঙ্গে কেন তুমি এমন ব্যবহার করলে? মিদিয়নদের সঙ্গে যুদ্ধ করতে যাবার সময় কেন তুমি আমাদের ডাকো নি?”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 পরে ইফ্রয়িমের লোকেরা তাঁকে বলল, তুমি মিদিয়নের সঙ্গে যুদ্ধ করতে যাবার দিনের আমাদেরকে ডাক নি, আমাদের প্রতি এ কেমন ব্যবহার করলে? এই ভাবে তারা তাঁর সঙ্গে খুব বিবাদ করল।

অধ্যায় দেখুন কপি




বিচারকর্তৃগণ 8:1
9 ক্রস রেফারেন্স  

আর দেখ, ইসরাইলের সমস্ত লোক বাদশাহ্‌র কাছে এসে তাঁকে বললো, আমাদের ভাই এহুদার লোকেরা কেন আপনাকে চুরি করে আনলো? বাদশাহ্‌কে আপনার পরিজনদের ও দাউদের সঙ্গে তাঁর সমস্ত লোককে, জর্ডান পার করে কেন আনলো?


পরে আমি সমস্ত পরিশ্রম ও কর্ম-কৌশল দেখে বুঝলাম, এতে মানুষ প্রতিবেশীর ঈর্ষাভাজন হয়; এও অসার ও বায়ুর পিছনে দৌড়ানো ছাড়া আর কিছু নয়।


কারণ মনস্তাপ অজ্ঞানকে নষ্ট করে, ঈর্ষা নির্বোধকে বিনাশ করে।


তখন তিনি তাদেরকে বললেন, এখন তোমাদের কাজের মত কোন কাজ আমি করেছি? অবীয়েষরের আঙ্গুর চয়নের চেয়ে আফরাহীমের পরিত্যক্ত আঙ্গুর ফল কুড়ান কি ভাল নয়?


কোমল উত্তর ক্রোধ নিবারণ করে, কিন্তু কটুবাক্য কোপ উত্তেজিত করে।


আফরাহীম কথা বললে লোকের ত্রাস জন্মাত, ইসরাইল দেশে সে উন্নত হয়েছিল, কিন্তু বালের বিষয়ে দোষী হওয়াতে সে মারা গেল।


তখন এহুদার সমস্ত লোক ইসরাইল লোকদের বললো, বাদশাহ্‌ তো আমাদের নিকট আত্মীয়, তবে তোমরা এই বিষয়ে কেন ক্রুদ্ধ হও? আমরা কি বাদশাহ্‌র কিছু খেয়েছি? অথবা তিনি কি আমাদের কিছু ভেট দিয়েছেন?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন