Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




বিচারকর্তৃগণ 7:4 - কিতাবুল মোকাদ্দস

4 পরে মাবুদ গিদিয়োনকে বললেন, লোক এখনও অনেক বেশি আছে; তুমি তাদেরকে নিয়ে ঐ পানির কাছে নেমে যাও; সেখানে আমি তোমার জন্য তাদের পরীক্ষা নেব; তাতে যার বিষয়ে তোমাকে বলি, এই লোক তোমার সঙ্গে যাবে মাত্র সে-ই তোমার সঙ্গে যাবে; এবং যার বিষয়ে তোমাকে বলি, এই লোক তোমার সঙ্গে যাবে না, সে যাবে না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

4 কিন্তু সদাপ্রভু গিদিয়োনকে বললেন, “এখনও অনেক বেশি লোক আছে। তাদের নিয়ে তুমি জলের উৎসের কাছে নেমে যাও, এবং সেখানে আমি পরীক্ষা করার মাধ্যমে তোমার জন্য তাদের সংখ্যা হ্রাস করব। আমি যদি বলি, ‘এই লোকটি তোমার সঙ্গে যাবে,’ তবে সে যাবে; কিন্তু যদি বলি, ‘এই লোকটি তোমার সঙ্গে যাবে না,’ তবে সে যাবে না।”

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

4 পরমেশ্বর গিদিয়োনকে বললেন, এখনও অনেক লোক রয়েছে। তুমি এদের নিয়ে ঝর্ণার কাছে যাও। সেখানে আমি তোমার হয়ে তাদের যাচাই করব। যাদের আমি বাছাই করে দেব, শুধু তারাই তোমার সঙ্গে যাবে। অন্য কেউ যাবে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 পরে সদাপ্রভু গিদিয়োনকে কহিলেন, লোক এখনও অধিক আছে; তুমি তাহাদিগকে লইয়া ঐ জলের কাছে নামিয়া যাও; সেখানে আমি তোমার জন্য তাহাদের পরীক্ষা লইব; তাহাতে যাহার বিষয়ে তোমাকে বলি, এ তোমার সহিত যাইবে, সেই তোমার সহিত যাইবে; এবং যাহার বিষয়ে তোমাকে বলি, এ তোমার সহিত যাইবে না, সে যাইবে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 তারপর প্রভু গিদিয়োনকে বললেন, “তবুও তোমার সঙ্গে অনেক বেশী লোক রয়েছে। তাদের জলের দিকে নিয়ে যাও, তোমার হয়ে আমি সেখানে তাদের পরীক্ষা করব। আমি যখন বলব, ‘এই লোকটা তোমার সঙ্গে যাবে,’ তখন সে যাবে। আবার যখন বলব, ‘ঐ লোকটা যাবে না,’ তখন সে যাবে না।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 পরে সদাপ্রভু গিদিয়োনকে বললেন, লোক এখনও অনেক আছে; তুমি তাদেরকে নিয়ে ঐ জলের কাছে নেমে যাও; সেখানে আমি তোমার জন্য তাঁদের পরীক্ষা নেব; তাতে যার বিষয়ে তোমাকে বলি, এ তোমার সঙ্গে যাবে, সেই তোমার সাথে যাবে; এবং যার বিষয়ে তোমাকে বলি সে তোমার সঙ্গে যাবে না, সে যাবে না।

অধ্যায় দেখুন কপি




বিচারকর্তৃগণ 7:4
10 ক্রস রেফারেন্স  

কোন বাদশাহ্‌ মহাসৈন্য দ্বারা উদ্ধার পায় না; বীর মহাশক্তি দ্বারা নিস্তার পায় না;


কিন্তু মাবুদ শামুয়েলকে বললেন, তুমি ওর মুখশ্রী বা কায়িক দীর্ঘতার প্রতি দৃষ্টিপাত করো না; কারণ আমি ওকে অগ্রাহ্য করলাম। কেননা মানুষ যা দেখে, তা কিছু নয়; যেহেতু মানুষ প্রত্যক্ষ বিষয়ের প্রতি দৃষ্টিপাত করে, কিন্তু মাবুদ অন্তঃকরণের প্রতি দৃষ্টিপাত করেন।


অথচ আমি কোন্‌ পথে যাই তিনি তা জানেন, তিনি আমার পরীক্ষা করলে আমি সোনার মতই উত্তীর্ণ হবো।


আর যোনাথন তাঁর অস্ত্রবাহক যুবককে বললেন, চল, আমরা ঐ দিকে খৎনা-না-করানো প্রহরীদলের কাছে যাই; হয় তো মাবুদ আমাদের জন্য কাজ করবেন; কেননা অনেকের দ্বারা হোক বা অল্পের দ্বারা হোক, নিস্তার করতে মাবুদের কোন প্রতিবন্ধক নেই।


কেননা, হে আল্লাহ্‌, তুমি আমাদের পরীক্ষা করেছ, রূপা পোড় দেবার মত করে আমাদেরকে পোড় দিয়েছ;


আরজ করি, দুষ্টদের নাফরমানী শেষ হোক, কিন্তু ধার্মিককে সুস্থির কর; ধর্মময় আল্লাহ্‌ তো অন্তঃকরণ ও মর্মের পরীক্ষক।


এসব ঘটনার পরে আল্লাহ্‌ ইব্রাহিমকে পরীক্ষা করলেন। তিনি তাঁকে বললেন, হে ইব্রাহিম; জবাবে তিনি বললেন, দেখুন, এই আমি।


পরে তিনি লোকদেরকে পানির কাছে নিয়ে গেলে মাবুদ গিদিয়োনকে বললেন, যে ব্যক্তি কুকুরের মত জিহ্বা দিয়ে পানি চেটে খায়, তাকে ও যে পানি পান করার জন্য হাঁটুর উপরে উবুড় হয়, তাকে পৃথক করে রাখ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন