বিচারকর্তৃগণ 6:16 - কিতাবুল মোকাদ্দস16 তখন মাবুদ তাঁকে বললেন, নিশ্চয়ই আমি তোমার সহবর্তী হব; আর তুমি মাদিয়ানীয়দেরকে একটি লোকের মত করে আঘাত করবে। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ16 সদাপ্রভু উত্তর দিলেন, “আমি তোমার সহবর্তী হব, এবং তুমি মিদিয়নীয়দের সবাইকে আঘাত করবে, একজনকেও জীবিত রাখবে না।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 তিনি তাঁকে অভয় দিয়ে বললেন, তুমি পারবে। আমি তো তোমার সঙ্গে আছি। একটি মাত্র লোককে যেভাবে অনায়াসে হারিয়ে দেওয়া যায়, সেইভাবে তুমি মিদিয়নীদের পরাস্ত করবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 তখন সদাপ্রভু তাঁহাকে কহিলেন, নিশ্চয়ই আমি তোমার সহবর্ত্তী হইব; আর তুমি মিদিয়নীয়দিগকে এক মনুষ্যবৎ আঘাত করিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 প্রভু বললেন, “আমি তোমার সঙ্গে আছি। সুতরাং মিদিয়নদের তুমি সহজেই পরাজিত করতে পারবে। এতই সহজ যে, মনে হবে তুমি যেন শুধু একজনের সঙ্গেই যুদ্ধ করছ।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী16 তখন সদাপ্রভু তাঁকে বললেন, “নিশ্চয়ই আমি তোমার সহবর্ত্তী হব; আর তুমি মিদিয়নীয়দেরকে সম্পূর্ণভাবে পরাজিত করবে।” অধ্যায় দেখুন |