Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




বিচারকর্তৃগণ 5:25 - কিতাবুল মোকাদ্দস

25 সে পানি চাইল, তিনি তাকে দুধ দিলেন। রাজোপযোগী পাত্রে ক্ষীর এনে দিলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

25 সীষরা জল চেয়েছিলেন, আর তিনি তাঁকে দুধ দিলেন; অভিজাতদের জন্য উপযুক্ত পাত্রে তিনি দধি এনে দিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

25 সিসেরা জল চেয়েছিল, তিনি তাকে দিলেন দুধ। অভিজাত সমাজে ব্যবহৃত পাত্রে তিনি এনে দিয়েছিলেন ক্ষীর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

25 সে জল চাহিল, তিনি তাহাকে দুগ্ধ দিলেন। রাজোপযোগী পাত্রে ক্ষীর আনিয়া দিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

25 সীষরা চাইল জল; জল নয়, যায়েল তাকে দুধের পাত্র এগিয়ে দিল। রাজারই পক্ষে মানায় তেমন পাত্র। তাতে ক্ষীর ননী সাজিয়ে দিল যায়েল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

25 সে জল চাইল, তিনি তাকে দুধ দিলেন। রাজার উপযোগী পাত্রে ক্ষীর এনে দিলেন।

অধ্যায় দেখুন কপি




বিচারকর্তৃগণ 5:25
4 ক্রস রেফারেন্স  

তখন তিনি দই, দুধ ও রান্না-করা গোশ্‌ত নিয়ে তাঁদের সম্মুখে দিলেন এবং তাঁদের কাছে গাছের নিচে দাঁড়ালেন ও তাঁরা ভোজন করলেন।


মহিলাদের মধ্যে যায়েল ধন্যা, কেনীয় হেবরের পত্নী ধন্যা, তাঁবুবাসিনী স্ত্রীলোকদের মধ্যে তিনি ধন্যা।


তিনি গোঁজে হাত দিলেন। কর্মকারের হাতুড়ি ডান হাত দিলেন; তিনি সীষরাকে হাতুড়ি মারলেন, তার মস্তক বিদ্ধ করলেন, তার কাণপাটি ভাঙলেন, বিদ্ধ করলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন