Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




বিচারকর্তৃগণ 3:28 - কিতাবুল মোকাদ্দস

28 তিনি তাদেরকে বললেন, আমার পিছনে পিছনে এসো, কেননা মাবুদ তোমাদের দুশমন মোয়াবীয়দেরকে তোমাদের হাতে তুলে দিয়েছেন। তখন তারা তাঁর পিছনে পিছনে নেমে মোয়াবের বিরুদ্ধে জর্ডানের সমস্ত পারঘাটা হস্তগত করলো, একটি প্রাণীকেও পার হতে দিল না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

28 “আমার অনুগামী হও,” তিনি আদেশ দিলেন, “কারণ সদাপ্রভু তোমাদের শত্রু মোয়াবকে তোমাদের হাতে সমর্পণ করে দিয়েছেন।” অতএব তারা এহূদের অনুগামী হল এবং জর্ডনের হাঁটুজলবিশিষ্ট সেই স্থানগুলি অধিকার করে নিল, যেগুলি মোয়াবের দিকে উঠে যায়; তারা কাউকেই ওপারে যেতে দিল না।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

28 তিনি তাদের বললেন, চল, আমরা এগিয়ে যাই, পরমেশ্বর তোমাদের হাতে তোমাদের শত্রু মোয়াবীদের সমর্পণ করেছেন। ইসরায়েলীরা তখন তাঁর নেতৃত্বে মোয়াবীদের অধিকারভুক্ত জর্ডনের পারঘাটাগুলি দখল করে নিল এবং তাদের পারাপারের পথ বন্ধ করে দিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

28 তিনি তাহাদিগকে কহিলেন, আমার পশ্চাৎ পশ্চাৎ আইস, কেননা সদাপ্রভু তোমাদের শত্রু মোয়াবীয়দিগকে তোমাদের হস্তে সমর্পণ করিয়াছেন। তখন তাহারা তাঁহার পশ্চাতে পশ্চাতে নামিয়া মোয়াবের বিরুদ্ধে যর্দ্দনের পারঘাটা সকল হস্তগত করিল, এক প্রাণীকেও পার হইতে দিল না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

28 এহূদ বলল, “আমাকে অনুসরণ কর। প্রভু আমাদের শত্রু মোয়াবের লোকদের পরাজিত করতে শক্তি দিয়েছেন।” তাই ইস্রায়েলবাসীরা এহূদকে অনুসরণ করল। তারা সেইসব জায়গা দখল করল যেখান থেকে সহজেই যর্দন নদী পেরনো যায়। সেই সব জায়গা মোয়াবের দিকে গিয়েছে। তারা কাউকে যর্দন নদী পেরোতে দিল না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

28 তিনি তাদেরকে বললেন, “আমার পিছন পিছন এস, কারণ সদাপ্রভু তোমাদের শত্রু মোয়াবীয়দেরকে পরাজিত করেছেন।” তখন তারা তাঁর পিছন পিছন নেমে এল এবং মোয়াবের বিরুদ্ধে যর্দ্দনের পারঘাটা সব দখল করে নিল এবং কাউকেও নদী পার হতে দিল না।

অধ্যায় দেখুন কপি




বিচারকর্তৃগণ 3:28
12 ক্রস রেফারেন্স  

পরে গিলিয়দীয়েরা আফরাহীমীয়দের বিরুদ্ধে জর্ডানের পারঘাটাগুলো অধিকার করলো; তাতে আফরাহীমের কোন পলাতক যখন বলতো, আমাকে পার হতে দাও, তখন গিলিয়দের লোকেরা তাকে জিজ্ঞাসা করতো, তুমি কি আফরাহীমীয়?


তখন গিদিয়োন ঐ স্বপ্নের কথা ও তার অর্থ শুনে সেজ্‌দা করলেন; পরে ইসরাইলের শিবিরে ফিরে এসে বললেন, উঠ, কেননা মাবুদ তোমাদের হাতে মাদিয়ানের শিবির তুলে দিয়েছেন।


আর সেই রাতে মাবুদ তাঁকে বললেন, উঠ, তুমি নেমে শিবিরের মধ্যে যাও; কেননা আমি তোমার হাতে তা তুলে দিয়েছি।


ঐ লোকেরা তাদের পিছনে জর্ডানের পথে পারঘাটা পর্যন্ত দৌড়ে গেল। সেই লোকেরা তাদের পিছনে দৌড়ে গেল এবং তারা বের হওয়া মাত্র নগর-দ্বার বন্ধ হয়ে গেল।


আর মাবুদ তলোয়ার ও বর্শা দ্বারা নিস্তার করেন না, এই কথাও এই সমস্ত সমাজ জানতে পারবে; কেননা এই যুদ্ধ মাবুদের, আর তিনি তোমাদেরকে আমাদের হাতে তুলে দিবেন।


আর গিদিয়োন পর্বতময় আফরাহীম প্রদেশের সর্বত্র দূত প্রেরণ করে এই কথা বললেন, তোমরা মাদিয়ানের বিরুদ্ধে নেমে এসো এবং তাদের আগে বৈৎ-বারা ও জর্ডান পর্যন্ত সমস্ত জলাশয় অধিকার কর। তাতে আফরাহীমের সমস্ত লোক একত্র হয়ে বৈৎ-বারা ও জর্ডান পর্যন্ত সমস্ত জলাশয় অধিকার করলো।


তিনি তাদেরকে বললেন, তোমরা আমার প্রতি দৃষ্টি রেখে আমার মত কাজ করবে; দেখ, আমি শিবিরের প্রান্তভাগে উপস্থিত হলে যেরকম করবো, তোমরাও সেরকম করবে।


পরে বারক কেদশে সবূলূন ও নপ্তালি বংশকে ডাকালেন; আর দশ হাজার লোক তাঁর পিছনে পিছনে যাত্রা করলো এবং দবোরাও তাঁর সঙ্গে গেলেন।


আর ঐ সময়ে তারা মোয়াবের অনুমান দশ হাজার লোককে আক্রমণ করলো; তারা সকলে বিশালদেহি ও বলবান বীর, কিন্তু তাদের কেউ নিস্তার পেল না।


তখন তার বন্ধু জবাবে বললো, ওটা আর কিছু নয়, ইসরায়েলীয় যোয়াশের পুত্র গিদিয়োনের তলোয়ার; আল্লাহ্‌ মাদিয়ান ও সমস্ত শিবিরকে তাঁর হাতে তুলে দিয়েছেন।


তাতে মাবুদ বনি-ইসরাইলকে বললেন, মিসরীয়দের থেকে, আমোরীয়দের থেকে, অম্মোনীয়দের ও ফিলিস্তিনীদের থেকে আমি কি তোমাদের উদ্ধার করি নি নি?


পরে ইসরাইলের বাদশাহ্‌ বের হয়ে তাদের ঘোড়া ও সমস্ত রথ বিনষ্ট করলেন এবং মহাবিক্রমে অরামীয়দেরকে সংহার করলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন