বিচারকর্তৃগণ 21:18 - কিতাবুল মোকাদ্দস18 কিন্তু আমরা ওদের সঙ্গে আমাদের কন্যাদের বিয়ে দিতে পারি না; কেননা বনি-ইসরাইলরা এই কসম খেয়েছে, যে কেউ বিন্ইয়ামীনকে কন্যা দেবে সে বদদোয়াগ্রস্ত হবে। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ18 আমরা তো আমাদের মেয়েদের সঙ্গে তাদের বিয়ে দিতে পারব না, যেহেতু আমরা, ইস্রায়েলীরা এই শপথ নিয়েছি: ‘যে কেউ বিন্যামীন গোষ্ঠীভুক্ত কাউকে কন্যাদান করবে, সে অভিশপ্ত হোক।’ অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 এদিকে আমরা তো ওদের সঙ্গে আমাদের মেয়েদের বিয়ে দিতে পারি না কারণ ইসরায়েলীরা শপথ করেছে যে বিন্যামীন গোষ্ঠীতে যে কন্যাদান করবে সে হবে অভিশপ্ত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 কিন্তু আমরা উহাদের সহিত আমাদের কন্যাদের বিবাহ দিতে পারি না; কেননা ইস্রায়েল-সন্তানগণ এই দিব্য করিয়াছে, যে কেহ বিন্যামীনকে কন্যা দিবে, সে শাপগ্রস্ত হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 কিন্তু আমাদের মেয়েদের সঙ্গে তো বিন্যামীন সন্তানদের বিয়ে হতে পারে না। আমরা এই নিয়ে প্রতিশ্রুতি নিয়েছি। আমরা প্রতিশ্রুতি নিয়েছি যে, ‘বিন্যামীনদের ঘরে যে মেয়ে দেবে সে শাপগ্রস্ত হবে।’ অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী18 কিন্তু আমরা ওদের সঙ্গে আমাদের মেয়েদের বিয়ে দিতে পারি না; কারণ ইস্রায়েলীয়রা এই দিব্যি করেছে, যে কেউ বিন্যামীনকে মেয়ে দেবে, সে অভিশাপগ্রস্ত হবে।” অধ্যায় দেখুন |