বিচারকর্তৃগণ 20:22 - কিতাবুল মোকাদ্দস22 পরে বনি-ইসরাইলরা নিজেদেরকে আশ্বাস দিয়ে, প্রথমবার যে স্থানে সৈন্য স্থাপন করেছিল, পুনর্বার সেই স্থানে সৈন্য স্থাপন করলো। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ22 কিন্তু ইস্রায়েলীরা পরস্পরকে উৎসাহিত করল এবং প্রথম দিন যেখানে তারা নিজেদের মোতায়েন করেছিল, সেখানেই আবার তাদের অবস্থান গ্রহণ করল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22-23 পরের দিন ইসরায়েলীরা আবার মন্দিরে গিয়ে সন্ধ্যা পর্যন্ত পরমেশ্বরের কাছে কান্নাকাটি করে তাঁর নির্দেশ জানতে চাইল, বলল, আমরা কি আবার আমাদের জ্ঞাতি বিন্যামীন গোষ্ঠীর লোকদের সঙ্গে যুদ্ধ করতে যাব। প্রভু নির্দেশ দিলেন: হাঁ, যাও। তখন ইসরায়েলী সৈন্যদল উৎসাহিত হয়ে আগের দিন যেখানে সৈন্য সমাবেশ করেছিল, সেখানেই আবার সৈন্য সমাবেশ করল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 পরে ইস্রায়েল-লোকেরা আপনাদিগকে আশ্বাস দিয়া, প্রথম দিবসে যে স্থানে সৈন্য রচনা করিয়াছিল, পুনর্ব্বার সেই স্থানে সৈন্য রচনা করিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22-23 ইস্রায়েলবাসীরা প্রভুর কাছে গেল। সন্ধ্যা পর্যন্ত তারা ক্রন্দন করল। প্রভুকে তারা জিজ্ঞাসা করল, “আমরা কি আবার বিন্যামীনদের সঙ্গে যুদ্ধ করব? ওরা তো আমাদের আত্মীয়স্বজন।” প্রভু উত্তর দিলেন, “যাও, তাদের সঙ্গে যুদ্ধ কর।” ইস্রায়েলের লোকরা এ ওকে উৎসাহ দিতে লাগল। তারপর প্রথম দিনের মতো এবারও তারা যুদ্ধ করতে বেরিয়ে পড়ল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী22 পরে ইস্রায়েলীয়রা নিজেদেরকে আশ্বাস দিয়ে, প্রথম দিনের যে জায়গায় সৈন্য স্থাপন করেছিল, আবার সেই জায়গায় সৈন্য স্থাপন করল। অধ্যায় দেখুন |