বিচারকর্তৃগণ 20:14 - কিতাবুল মোকাদ্দস14 বরং বনি-ইসরাইলদের সঙ্গে যুদ্ধ করার জন্য বিন্ইয়ামীনীয়রা নানা নগর থেকে গিবিয়াতে গিয়ে একত্র হল। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ14 তাদের নগরগুলি থেকে বেরিয়ে এসে তারা ইস্রায়েলীদের সঙ্গে যুদ্ধ করার জন্য গিবিয়ায় সমবেত হল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 তারা ইসরায়েলী ভাইদের সঙ্গে যুদ্ধ করার জন্য বিভিন্ন নগর থেকে গিবিয়ায় এসে একত্র হল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 বরং ইস্রায়েল-সন্তানগণের সহিত যুদ্ধ করণার্থে বিন্যামীন-সন্তানগণ নানা নগর হইতে গিবিয়াতে গিয়া একত্র হইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 বিন্যামীন পরিবারগোষ্ঠীর লোকরা তাদের শহরগুলি ছেড়ে গিবিয়ায় চলে গেল। তারা ইস্রায়েলের অন্য পরিবারগোষ্ঠীর সঙ্গে যুদ্ধ করবে বলে গিবিয়ায় গেল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী14 বরং ইস্রায়েলীয়দের সঙ্গে যুদ্ধ করার জন্য বিন্যামীনরা নানা নগর থেকে গিবিয়াতে গিয়ে জড়ো হল। অধ্যায় দেখুন |