বিচারকর্তৃগণ 19:14 - কিতাবুল মোকাদ্দস14 এভাবে তারা অগ্রসর হয়ে চললো; পরে বিন্ইয়ামীনের অধিকৃত গিবিয়ার কাছে উপস্থিত হলে সূর্য অস্তগত হল। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ14 অতএব তারা এগিয়ে গেল, এবং বিন্যামীনের অন্তর্গত গিবিয়ার কাছে তারা পৌঁছানোমাত্রই সূর্য অস্ত গেল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 তারা এগিয়ে চলল এবং সূর্যাস্তের পর বিন্যামীন গোষ্ঠীর এলাকায় গিবিয়ার কাছে গিয়ে উপস্থিত হল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 এইরূপে তাহারা অগ্রসর হইয়া চলিল; পরে বিন্যামীনের অধিকারস্থ গিবিয়ার নিকটে উপস্থিত হইলে সূর্য্য অস্তগত হইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 তাই লেবীয় লোকটি তার সঙ্গীকে নিয়ে এগিয়ে চলল। গিবিয়ায় পৌঁছবার সঙ্গে সঙ্গে সূর্য অস্ত গেল। গিবিয়া হল বিন্যামীন পরিবারগোষ্ঠীর দখলে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী14 এই ভাবে তারা এগিয়ে চলল; পরে বিন্যামীনের অধিকারভুক্ত গিবিয়ার কাছে উপস্থিত হলে সূর্য্য অস্ত গেল। অধ্যায় দেখুন |