বিচারকর্তৃগণ 18:18 - কিতাবুল মোকাদ্দস18 যখন ওরা মিকাহ্র বাড়িতে প্রবেশ করে সেই খোদাই-করা মূর্তি, এফোদ, দেব মূতিগুলো ও ছাঁচে ঢালা মূর্তি তুলে নিল, তখন ইমাম তাদেরকে বললো, তোমরা এ কি করছো? অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ18 সেই পাঁচজন লোক যখন মীখার বাড়িতে গিয়ে সেই প্রতিমা, এফোদ ও গৃহদেবতাদের তুলে নিল, তখন সেই যাজক তাদের বলল, “তোমরা এ কী করছ?” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 মীখার বাড়িতে ঢুকে তারা যখন সেই খোদাই করা মূর্তি, এফোদ, বিগ্রহগুলি ও ছাঁচে ঢালাই করা মূর্তিটি তুলে নিল তখন সেই পুরোহিত তাদের জিজ্ঞাসা করল, তোমরা এ সব কি করছ? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 যখন উহারা মীখার বাটীতে প্রবেশ করিয়া সেই ক্ষোদিত প্রতিমা, এফোদ, ঠাকুরগুলা ও ছাঁচে ঢালা প্রতিমা তুলিয়া লইল, তখন পুরোহিত তাহাদিগকে কহিল, তোমরা কি করিতেছ? অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী18 যখন ওরা মীখার বাড়িতে প্রবেশ করে সেই ক্ষোদিত প্রতিমা, এফোদ, ঠাকুরগুলো ও ছাঁচে ঢালা প্রতিমা তুলে নিল, তখন পুরোহিত তাদেরকে বলল, “তোমরা কি করছ?” অধ্যায় দেখুন |