বিচারকর্তৃগণ 18:11 - কিতাবুল মোকাদ্দস11 তখন দান-গোষ্ঠীর ছয় শত লোক যুদ্ধাস্ত্রে সজ্জিত হয়ে সেই স্থান অর্থাৎ সরা ও ইষ্টায়োল থেকে যাত্রা করলো। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ11 পরে দান গোষ্ঠীভুক্ত 600 জন লোক, যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে ও অস্ত্রশস্ত্রে সুসজ্জিত হয়ে, সরা ও ইষ্টায়োল থেকে যাত্রা শুরু করল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 তখন দান গোষ্ঠী ছশো লোক রণসজ্জায় সজ্জিত হয়ে সরা ও ইষ্টায়োল থেকে রওনা হল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 তখন দানীয় গোষ্ঠীয় ছয় শত লোক যুদ্ধাস্ত্রে সসজ্জ হইয়া তথা হইতে অর্থাৎ সরা ও ইষ্টায়োল হইতে যাত্রা করিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 তাই সরা আর ইষ্টায়োল শহর থেকে দান পরিবারগোষ্ঠীর 600 জন যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে রওনা হল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী11 তখন দানীয় গোষ্ঠীর ছয়শো লোক যুদ্ধাস্ত্রে সুসজ্জ হয়ে সেখান থেকে অর্থাৎ সরা ও ইষ্টায়োল থেকে যাত্রা করল। অধ্যায় দেখুন |