বিচারকর্তৃগণ 18:1 - কিতাবুল মোকাদ্দস1 সেই সময় ইসরাইলের মধ্যে বাদশাহ্ ছিল না; আর তখন দানীয় বংশ নিজেদের বাসস্থানের জন্য একটি স্থান অধিকারের চেষ্টা করছিল, কেননা সেই দিন পর্যন্ত ইসরাইল-বংশগুলোর মধ্যে তারা কোন অধিকার পায় নি। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ1 সেই সময় ইস্রায়েলে কোনও রাজা ছিলেন না। আর সেই সময় দান গোষ্ঠীভুক্ত লোকজন নিজস্ব এমন এক স্থান খুঁজছিল যেখানে তারা বসতি স্থাপন করতে পারে, কারণ তখনও পর্যন্ত তারা ইস্রায়েলের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে কোনও উত্তরাধিকার লাভ করেনি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 তখনকার দিনে ইসরায়েলীদের কোন রাজা ছিল না। দান গোষ্ঠীর লোকেরা তখন বসবাসের জন্য এলাকা দখলের চেষ্টায় ছিল। ইসরায়েলীদের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে কেবল তারাই তখনও বসবাসের জন্য কোন জায়গা পায়নি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 তৎকালে ইস্রায়েলের মধ্যে রাজা ছিল না; আর তৎকালে দানীয় বংশ আপনাদের বাসার্থ অধিকারের চেষ্টা করিতেছিল, কেননা সেই দিন পর্য্যন্ত ইস্রায়েল-বংশ সমূহের মধ্যে তাহারা অধিকার প্রাপ্ত হয় নাই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল1 সেই সময় ইস্রায়েলের কোন রাজা ছিল না। তখনও দান পরিবারগোষ্ঠী বসবাসের জায়গা খুঁজে পায় নি। তখনও তাদের নিজস্ব কোন জমি-জমা ছিল না। ইস্রায়েলের অন্যান্য পরিবারগোষ্ঠী ইতিমধ্যেই জায়গা পেয়ে গিয়েছিল। দানরা পায় নি। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী1 সেই দিনের ইস্রায়েলের মধ্যে (কোনো) রাজা ছিল না; আর সেই দিনের দানীয় বংশ নিজেদের বসবাসের জন্য অধিকারের চেষ্টা করছিল, কারণ সেই দিন পর্যন্ত ইস্রায়েল-বংশগুলোর মধ্যে তারা অধিকার প্রাপ্ত হয়নি। অধ্যায় দেখুন |