বিচারকর্তৃগণ 15:9 - কিতাবুল মোকাদ্দস9 আর ফিলিস্তিনীরা উঠে গিয়ে এহুদা দেশে শিবির স্থাপন করে লিহী ঘেরাও করলো। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ9 ফিলিস্তিনীরা গিয়ে যিহূদা দেশে শিবির স্থাপন করল এবং লিহীর কাছে ছড়িয়ে পড়ল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 ফিলিস্তিনীরা যিহুদীয়ায় এসে ছাউনি ফেলল এবং লিহীতে লুঠতরাজ করতে লাগল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 আর পলেষ্টীয়েরা উঠিয়া গিয়া যিহূদা দেশে শিবির স্থাপন করিয়া লিহীতে ব্যাপিয়া রহিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 পলেষ্টীয়রা যিহূদায় চলে গেল। লিহী নামের একটি জায়গায় তারা বিশ্রাম নিল। তাদের সৈন্যরা সেখানে তাঁবু গাড়ল। তারা যুদ্ধের জন্য তৈরি হল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী9 আর পলেষ্টীয়েরা উঠে গিয়ে যিহূদা দেশে শিবির তৈরী করে লিহীতে বিস্তৃত থাকল। অধ্যায় দেখুন |