বিচারকর্তৃগণ 14:14 - কিতাবুল মোকাদ্দস14 তিনি তাদেরকে বললেন, “খাদক থেকে বের হল খাদ্য, বলবান থেকে বের হল মিষ্ট দ্রব্য”। তারা তিন দিনে সেই ধাঁধার অর্থ করতে পারল না। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ14 শিম্শোন উত্তর দিলেন, “ভক্ষকের মধ্যে থেকে কিছু খাদ্যদ্রব্য বেরিয়ে এল; শক্তিধরের মধ্যে থেকে কিছু মিষ্টদ্রব্য বেরিয়ে এল।” তিনদিনে তারা এই ধাঁধার অর্থোদ্ধার করতে পারেনি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 তিনি বললেন, খাদ্য এল খাদক থেকে মিষ্টি এল সবল থেকে। তিনদিন ধরে চেষ্টা করেও তারা এই ধাঁধার উত্তর খুঁজে পেল না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 তিনি তাহাদিগকে কহিলেন, “খাদক হইতে নির্গত হইল খাদ্য, বলবান হইতে নির্গত হইল মিষ্ট দ্রব্য।” তাহারা তিন দিনে সেই প্রহেলিকার অর্থ করিতে পারিল না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 শিম্শোন তখন এই ধাঁধাটা বলল: “খাদকের মধ্য থেকে খাদ্য কিছু জোটে, বলবান হতে মিষ্টি কিছু ওঠে।” 30 জন লোক তিনদিন ধরে মাথা ঘামাল, কিন্তু উত্তর দিতে পারল না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী14 তিনি তাদেরকে বললেন, “খাদক থেকে বের হল খাদ্য, বলবান থেকে বের হল মিষ্ট দ্রব্য।” তারা তিন দিনের সেই হেঁয়ালির অর্থ করতে পারল না। অধ্যায় দেখুন |