বিচারকর্তৃগণ 13:21 - কিতাবুল মোকাদ্দস21 এরপরে মাবুদের ফেরেশতা মানোহ ও তাঁর স্ত্রীকে আর দর্শন দিলেন না; তখন তিনি যে মাবুদের ফেরেশতা তা মানোহ জানতে পারলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ21 সদাপ্রভুর দূত যখন আর মানোহ ও তাঁর স্ত্রীকে দর্শন দিলেন না, তখন মানোহ বুঝতে পারলেন যে তিনি ছিলেন সদাপ্রভুর দূত। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 এই ঘটনার পরে পরমেশ্বরের দূত মানোহ ও তাঁর স্ত্রীকে আর দর্শন দিলেন না। মানোহ বুঝলেন, উনি পরমেশ্বরের দূত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 তৎপরে সদাপ্রভুর দূত মানোহকে ও তাঁহার স্ত্রীকে আর দর্শন দিলেন না; তখন তিনি যে সদাপ্রভুর দূত, ইহা মানোহ জানিতে পারিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 প্রভুর সেই দূত আর কখনও মানোহ এবং তার স্ত্রীর কাছে আবির্ভূত হয় নি। অবশেষে মানোহ বুঝতে পারল যে লোকটি সত্যিই প্রভুর দূত। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী21 তারপরে সদাপ্রভুর দূত মানোহকে ও তাঁর স্ত্রীকে আর দর্শন দিলেন না; তখন তিনি যে সদাপ্রভুর দূত, এটা মানোহ জানতে পারলেন। অধ্যায় দেখুন |